নিউইয়র্কে নতুন জীবন গোছাচ্ছেন আইটেম গানের বিপাশা!

Table of Content


সিনেমা ছেড়ে আমেরিকায় নতুন জীবন গোছাচ্ছেন বাংলা সিনেমার আইটেম গানের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা কবির। গত জানুয়ারি থেকে নিউইয়র্কে বসবাস করছেন তিনি।

২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় ১৪তম অবস্থানে ছিলেন বিপাশা। পরে দু-চারটি নাটকে অভিনয় করেন। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ ছবিতে শখের বসে আইটেম গানে পারফর্ম করার পর তিনি আলোচিত হন। ২০১৬ পর্যন্ত ৫০টির বেশি আইটেম গান করেন তিনি।

যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার কারণ জানিয়ে বিপাশা বললেন, আমি নিজেকে অনেক ভালো আর্টিস্ট দাবি করছি না। স্ক্রিপ্ট বেছে বেছে কাজ করতে গেলে অনেক বড় আর্টিস্ট হতে হয়, আমি আসলে তেমনটা নই। তবে যেসব ছবির অফার আসছিল আমার কাছে ভালো লাগছিল না। অনেকবার দেখেছি, প্রযোজক নিজেই হিরো হতে চান। এসব আমি নিতে পারিনি। আইটেম সং করা বাদ দিয়ে যখন হিরোইন হলাম তখন যেসব ছবি আসছিল মনে হচ্ছিল এসব করা আর না করা একই ব্যাপার। সত্যি বলতে, আমার ভালো লাগছিল না। এজন্য হতাশ না হয়ে মুভ অন করেছি।

Tags :

Popular News

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

© 2017-25 All Rights Reserved by Media Para