প্রেমিকার আত্মহত্যা, আল্লুর বন্ধু গ্রেপ্তার

Table of Content

No headings found


‘পুষ্পা : দ্য রাইজ’ দক্ষিণী ইন্ডাস্ট্রির বহুল আলোচিত সিনেমা। সিনেমাটি মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে বক্স অফিসে। আল্লু অর্জুন অভিনীত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন জগদীশ প্রতাপ ভাণ্ডারি। আল্লু অর্জুনের বন্ধুর চরিত্রে দেখা গেছে এই অভিনেতাকে। সম্প্রতি এ অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে তার প্রেমিকার আত্মহত্যার কারণে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনিই নাকি তার প্রেমিকাকে আত্মহত্যার প্ররোচনা দেন।

জানা গেছে, দীর্ঘদিন তারা লিভ ইন করেছিলেন। প্রেমিকার মৃত্যুর জন্য অভিনেতাকেই দায়ী করছে প্রেমিকার বাড়ির লোকজন।

প্রেমিকাকে ব্ল্যাকমেল ও নানাভাবে হেনস্তার অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে অভিনেতাকে। গত ২৯ নভেম্বর আত্মহত্যা করেন জগদীশের প্রেমিকা। এরপরই তার বাবা এসে থানায় অভিনেতার নামে অভিযোগ জানান।

এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তখন তারা অভিনেতার বিরুদ্ধে একাধিক প্রমাণ পান আর সেগুলোর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, গত ২৭ নভেম্বর অন্য একটি পুরুষের সঙ্গে প্রেমিকাকে দেখেন জগদীশ। তিনি তখন তাদের ছবি তুলে এবং ভিডিও করে রাখেন। তারপর সেগুলো দিয়েই প্রেমিকাকে ব্ল্যাকমেল করা শুরু করেন। ভয় দেখান ব্যক্তিগত ছবি লিক করে দেওয়ার। এ ঘটনার পরই ২৯ নভেম্বর আত্মহত্যা করেন জগদীশের প্রেমিকা। যিনিও কিনা দক্ষিণের ইন্ডাস্ট্রির একজন জুনিয়র আর্টিস্ট ছিলেন।

Tags :

Popular News

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

© 2017-25 All Rights Reserved by Media Para