মীরার সঙ্গে ঝগড়া হলে কী করেন শাহিদ?

Table of Content


২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। মীরার সঙ্গে দীর্ঘ ৯ বছরের বিবাহিত জীবন শাহিদের।

সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো বিএফএফ-এ হাজির হয়ে শাহিদ শেয়ার করেছেন মীরার সঙ্গে তার ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়। এমনকি মীরার সঙ্গে নিজের দীর্ঘস্থায়ী ঝগড়ার কথাও অকপটে জানিয়েছেন শাহিদ কাপুর।

ওই অনুষ্ঠানে কিয়ারা আদবানির সঙ্গে হাজির হয়েছিলেন শাহিদ কাপুর। সেখানেই শাহিদ বলেন, ‘যখন আমার আর মীরার মধ্যে ঝগড়া হয়, তখন সেটা সত্যিই আমায় মানসিকভাবে প্রভাবিত করে। আমার সেটা কাটিয়ে উঠতে সময় লাগে।
শাহিদ বলেন, হয়তো কয়েকমাসে একবার আমরা ঝগড়া করি। দৈনন্দিন নানান বিষয় নিয়ে আমাদের ঝগড়া হয়। আবার কখনও সেই ঝগড়া দীর্ঘস্থায়ীও হয়। কখনও কখনও টানা ১৫ দিন আমাদের ঝগড়া চলে।’

এদিকে শাহিদের মুখে ১৫ দিন ঝগড়ার কথা শুনে অবাক হয়ে যান নববিবাহিত কিয়ারা আদবানি। শাহিদ অবশ্য দীর্ঘদিন কথা বন্ধ থাকার পর নিজেদের মধ্য কথা বলে সমস্যা মিটিয়ে ফেলেন।

Tags :

Popular News

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

© 2017-25 All Rights Reserved by Media Para