ভারতের পাঁচ শতাধিক হলে মুক্তি পেয়েছে ‘মুজিব’

Table of Content

বাংলাদেশের পর ভারতের পাঁচ শতাধিক হলে শুক্রবার (২৭ অক্টোবর) মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। তবে ভারতে ‘মুজিব: মেকিং অব আ নেশন’ শিরোনামে মুক্তি পেয়েছে সিনেমাটি। এর আগে, বাংলাদেশের অথবা যৌথ প্রযোজনার আর কোনো সিনেমা ভারতের এত সংখ্যক প্রেক্ষাগৃহে একদিনে মুক্তি পায়নি। বলা যায় নি:সন্দেহে এটা নতুন ইতিহাস।

এ প্রসঙ্গে বিএফডিসি’র গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া বলেন, শুক্রবার থেকে চলতি সপ্তাহজুড়ে ভারতের ৫০৩টি প্রেক্ষাগৃহে দৈনিক ৬৮২টি শো প্রদর্শিত হচ্ছে ‘মুজিব: মেকিং অব আ নেশন’ সিনেমাটির। এরমধ্যে মুম্বাইয়ে সর্বোচ্চ ১০৩টি হলে, কলকাতায় ১০০টি এবং দিল্লির ৭৫ হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এভাবে মুক্তির প্রথম সপ্তাহেই ভারতের মোট ১২টি অঞ্চলে মুক্তি পেয়েছে সিনেমাটি।

এর আগে ভারতে মুক্তি উপলক্ষে গত ২৫ অক্টোবর মুম্বাইয়ের ন্যাশনাল মিউজিয়াম অব ইন্ডিয়ান সিনেমার থিয়েটার হলে প্রদর্শিত হয়েছে ‘মুজিব’। এতে সিনেমা সংশ্লিষ্টদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের দুই ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও প্রতুল কুমার।

শুধু তারাই নন, ভারতে সিনেমাটির বিশেষ প্রদর্শনী দেখতে হাজির হয়েছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তারকা অদিতি রাও হায়দারিসহ অনেকে। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগীত পরিচালক শান্তনু মৈত্র, অভিনেতা রজিত কাপুর, গায়িকা শ্রেয়া ঘোষাল, গুণী অভিনেত্রী দিব্যা দত্ত, দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণসহ প্রমুখ।

জানা গেছে, আগামী ১১ নভেম্বর থেকে ‘মুজিব’ ভারতের বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে বলে জানা গেছে। ভারতের পাশাপাশি সিনেমাটি একই দিনে সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়াসহ উত্তর আমরিকায় মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের এফডিসি কর্তৃপক্ষ।

বিশেষ প্রদর্শনীর শেষে গণমাধ্যমে নির্মাতা শ্যাম বেনেগাল বলেন, অবশ্যই আমি ছবিটি তৈরি করে উপভোগ করেছি। এটা আমার জন্য সম্মানের বিষয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিব-কন্যাও সিনেমাটি ভীষণ পছন্দ করেছেন।

আরিফিন শুভ বলেন, শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে এটা আমার চার বছরের একটা জার্নি। যেটা আমি সারা জীবন মনে রাখব। আর এই যে ইতিহাস বা গল্প, এটা শুধু বাংলাদেশের না। ৪৭ থেকে ৫২ এবং এরপর ৭১ সাল, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরোনো। এটা যদিও আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, কিন্তু এখানে এমন অনেক কিছু আছে, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন দুই দেশ মিলে পরস্পরের জন্য কত কী করেছে।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর বাংলাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মুজিব : একটি জাতির রূপকার’। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ৮৩ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি।

সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এ ছাড়া এতে আরও রয়েছেন, নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ, জায়েদ খান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

Tags :

Popular News

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

© 2017-25 All Rights Reserved by Media Para