Sunday, December 22, 2024
Homeবিনোদনডিগবাজি দিয়ে ফের ট্রলের শিকার জায়েদ খান

ডিগবাজি দিয়ে ফের ট্রলের শিকার জায়েদ খান


ঢাকাই সিনেমার চিত্রনায়ক নায়ক জায়েদ খান। চলচ্চিত্র শিল্পী সমিতির সবশেষ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।

অভিনয়ে খুব বেশি একটা নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন তিনি। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন। এ ছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের নিজের ব্যক্তিজীবন নিয়েও আপডেট দেন এ নায়ক।

তবে বিভিন্ন সময়েই নানান কর্মকাণ্ডে সংবাদের শিরোনাম হন এই অভিনেতা। নানান রকম ট্রলের শিকারও হয়ে থাকেন প্রায়ই। তবে তা খুব বেশি একটা পাত্তা দেন না তিনি। এবারও তেমন কিছুই করলেন! যা তাকে ফের আলোচনায় নিয়ে এলো।

সম্প্রতি ‘মিস্টার এন্ড মিসেস গ্ল্যামার’(সিজন ৩)-এর ফাইনাল রাউন্ডে বিচারকার্যের মাধ্যমে সেরা সুদর্শন পুরুষ ও নারী খুঁজার দায়িত্ব পেয়েছিলেন জায়েদ। সেখানেই দর্শকদের সামনে গানের সঙ্গে নাচের তালে দুই হাতে ভর দিয়ে ডিগবাজি দিয়েছেন তিনি। যে ভিডিও ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়।

সম্প্রতি রাজধানীর একটি ক্লাবে এই রিয়েলিটির শোয়ের বিচারকের দায়িত্ব পালন করতে গিয়েছিলেন জায়েদ খান। সেখানে মঞ্চে অন্যদের অনুপ্রাণিত করতে দেন সাইড ডিগবাজি। ভিডিওতে দেখা যায়, দৌড়ে গিয়ে দু’হাতে ভর করে দিয়েছেন ডিগবাজি এবং সফলভাবে নাচটাও সেরেছেন।

হঠাৎই কেন ডিগবাজি দিলেন, এমন প্রশ্নে জায়েদ খান বলেন, আমি ছোটবেলা থেকে স্পোর্টসম্যান ছিলাম। খেলাধুলা করেছি, বডি ফিট রেখেছি। যার কারণে আমার বডি সাপোর্ট করে। মেরুদণ্ড ও শরীর সাপোর্ট না করলে আপনি পড়ে যাবেন।

তিনি আরও বলেন, সেই হিসেবেই মনে হলো র‌্যাম্পে একটা ডিগবাজি দিয়ে দিই এবং সেটি করলাম। ব্যস্ততার মাঝেই নিয়মিত জিমে যাওয়ার চেষ্টা করি। শরীরটা ঝরঝরে থাকে। আর তারই ফল দেখতে পেল সবাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments