‘গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভের সময় অনন্ত গ্রুপের কারখানায় আগুন’ এমন শিরোনামে সোমাবার দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। আর সংবাদটি মিথ্যা বলে দাবি করেন অনন্ত গ্রুপের চেয়ারম্যান চিত্রনায়ক অনন্ত জলিল।
বাংলাভিশনকে অনন্ত বলেন, ‘আমার কারখানায় আগুনের নিউজটি সম্পূর্ণ মিথ্যা। কারণ গাজীপুরের কোনাবাড়ীতে আমার কোনো ফ্যাক্টরি নেই। আমার দুটি গ্রুপ অফ কোম্পানী, একটি
এ জে আই গ্রুপ এবং আরেকটি এ বি গ্রুপ, দুটিই সাভারের হেমায়েতপুরে অবস্থিত।’
তিনি আরও যোগ করে বলেন, ‘এটা রপ্তানি মূলক গার্মেন্টস ইন্ডাস্ট্রির সংবাদ, এ জে আই ও এ বি গ্রুপ বাংলাদেশের অর্থনীতি অনেক ভূমিকা রাখে বিদেশের ক্রেতাদের কাছে আমার ও আমার কোম্পানীর ভাবমূর্তির নষ্ট করার মত সংবাদ না ছাপানোর জন্য সবাইকে অনুরোধ করছি।’
উল্লেখ্য, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভের সময় পাশেই একটি তৈরি পোশাক কারখানায় আগুন দেওয়া হয়। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে অর্ধশতাধিক ব্যক্তি কারখানার ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন দেয়। তারা কারা, তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।