Sunday, December 22, 2024
Homeবিনোদনছোটবেলার নায়ককে পেয়ে উচ্ছ্বসিত জ্যাকুলিন ফার্নান্দেজ

ছোটবেলার নায়ককে পেয়ে উচ্ছ্বসিত জ্যাকুলিন ফার্নান্দেজ


আন্তর্জাতিক প্রকল্পে অভিনয় করে সাড়া ফেলেছিলেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। আবার নতুন এক হলিউড প্রকল্পে তিনি কাজ করছেন। এক সাক্ষাৎকারে হলিউড তারকার সঙ্গে কাজ করা নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন শ্রীলংকার এই অভিনেত্রী।

জ্যাকুলিন আন্তর্জাতিক অ্যান্থোলজি সিনেমা ‘টেল ইট লাইক আ ওম্যান’-এ অভিনয় করেছেন। সম্প্রতি হলিউড অ্যাকশন তারকা জঁ-ক্লঁদ ভ্যান ডেমের সঙ্গে তার হলিউড প্রকল্পে অভিনয়ের কথা জানিয়েছেন জ্যাকুলিন।

তিনি ফিল্ম ফেয়ার সাময়িকীতে এক সাক্ষাৎকারে বলেছেন, আমি সম্প্রতি ইতালিতে ভ্যান ডেমের সঙ্গে এক ছবির জন্য শুটিং করেছি। এ রকম একজন কিংবদন্তির সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার।

আমার দারুণ অভিজ্ঞতা। আমার কাছে তিনি প্রকৃত অ্যাকশন হিরো। আমি তার অভিনীত ছবি দেখে বড় হয়েছি। এই হলিউড তারকার অনেক বড় ভক্ত বলে জানিয়েছেন অভিনেত্রী।

তিনি বলেন, আমার আর আমার পরিবারের কাছে তার অভিনীত সব সিনেমার সংগ্রহ আছে। আমরা সবাই অনেকবার তার সিনেমাগুলো দেখতাম। স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে কখনো তার সঙ্গে ছবির শুটিং করব।

এই ছবিতে আমাকে দারুণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমাটির চিত্রনাট্য দুর্দান্ত। এই ছবিতে রহস্য, ড্রামা আর ভরপুর অ্যাকশন আছে। সব মিলিয়ে এ ছবিতে কাজ করা আমার জন্য দারুণ অভিজ্ঞতা।

জ্যাকুলিন বলেন, আমি সব সময় ভালো চিত্রনাট্যের সন্ধানে থাকি। চিত্রনাট্য ভালো হলে আমি ফরাসি, ইংরেজি বা স্প্যানিশ ছবিতেও কাজ করতে রাজি। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করলে সারা দুনিয়ার নানা ধরনের মানুষের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments