‘বুবলী আর তাপস প্রেমের সম্পর্কে আছে। বুবলী আমার সংসার ভাঙছে। যেমনভাবে সে অপুর সংসার ভেঙেছে। আমার যদি কিছু হয় তার জন্য তাপস আর বুবলী দায়ী থাকবে।’ এই কথাগুলো শুনে যে কারো মনেই খটকা লাগতেই পারে। কারণ চিত্রনায়িকা বুবলীকে নিয়ে গুঞ্জন, আলোচনা যেন থামছেই না। গত বছরের শেষ দিকে সন্তান নিয়ে প্রকাশ্যে এসে জন্ম দিয়েছিলেন নতুন বিতর্কের। সে বছরই জানা যায় নায়ক শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের কথাও। কয়েকদিন আগে অপু বিশ্বাসকে ঘিরেও হয় বেশ আলোচনা। এবার নতুন করে সামনে এলো সঙ্গীতশিল্পী কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের গুঞ্জন। শুক্রবার রাতে নারী উদ্যোক্তা,একটি বেসরকারি টেলিভিশন ও টিএম নেটওয়ার্কের চেয়ারপার্সন ফারজানা মুন্নীর এক ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় এ গুঞ্জন। যেখানে লেখা হয়, ‘বুবলী আর তাপস প্রেমের সঙ্গে আছে। বুবলী আমার সংসার ভাঙছে। যেমনভাবে সে অপুর সংসার ভেঙেছে। আমার যদি কিছু হয় তার জন্য তাপস আর বুবলী দায়ী থাকবে।’ মুন্নীর এমন পোস্ট মুহূর্তেই ভাইরাল হয় নেটদুনিয়ায়। বিষয়টি নিয়ে মুন্নীর সঙ্গে যোগাযোগ করা হলে তার একান্ত সহকারী মৌ রহমান জানান, ‘মুন্নর ফেসবুক হ্যাক হয়েছে। শুধু মুন্নীই নয়, তাপসের প্রোফাইলও হ্যাক হয়েছে। এখনও তা উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও মুন্নীর ফেসবুক থেকে সেই স্ট্যাটাস মুছে ফেলা হয়েছে। মুন্নীর স্ট্যাটাসটি মুছে দেওয়ার পর রহস্যটি আরও বেড়েছে। সত্যি ঘটনাটি জানতে যোগাযোগ করা হলে বুবলী বলেন, ‘এসব নোংরা ষড়যন্ত্র আর কত সইতে হবে জানা নেই। কিসের কোন পোস্ট নিয়ে সকাল থেকে সাংবাদিকরা একের পর এক ফোন করে যাচ্ছে। যা জানলাম, তা বলতেও রুচিতে বাঁধছে। শুনেছি, হ্যাকাররা ফেসবুক আইডি হ্যাক করে পোস্ট করেছে।’ বুবলী আরও বলেন, ‘একটি গ্রুপ ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা কাজের জায়গায় নানাভাবে নোংরামি শুরু করেছে, বেশকিছু দিন ধরে। আমি যেই টিএম ফিল্মসের সঙ্গে “খেলা হবে” নামে নতুন সিনেমা করতে যাচ্ছি, সেখানে কীভাবে পরিবেশ নোংরা করা যায়; সেই পাঁয়তারাই তারা করছে। টিএম ফিল্মসের কর্ণধার তাপস ভাই আর মুন্নী আপুকে আমি প্রচণ্ড সম্মান করি। তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ এবং সম্মানের। তাপস ভাইয়ার আগে মুন্নী আপুর সঙ্গে আমার পরিচয় হয়েছে প্রয়াত সালমান শাহের একটি প্রোগ্রামে। আমার অনেক বিষয়ে আপু অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন। আমাকে অনেক স্নেহও করেন। আমার পরিবারের মতো গুরত্বপূর্ণ একটি অংশও তারা। এসব নোংরামি করে সেই সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছে একটি মহল।’