টক অব দ্য টাউন ছিল বলিউড তারকা রণদীপ হুদা আর সুস্মিতার প্রেম। সময়টা ২০০৬ থেকে ২০০৯ সাল– এ তিন বছর রণদীপ হুদার সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা। ‘কর্মা’ ও ‘হোলি’ নামে দুই ছবির শুটিংয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। যদিও তা শেষ হয় তিক্ততায়। হুদা এবার প্রেম করছেন মণিপুরী মডেল ও অভিনেত্রী লিন লাইশরামের সঙ্গে। তিনি হুদার চেয়ে ১০ বছরের ছোট।
হিন্দুস্তান টাইমসের অনলাইনে বলা হয়েছে, গত বছর দীপাবলিতে লিনের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন অভিনেতা রণদীপ হুদা। আর এবার শোনা যাচ্ছে শিগগিরই গাঁটছড়া বাঁধতে চলেছেন তারা। নভেম্বরে বিয়ের কথা জানা গেলেও দিনক্ষণ এখনো প্রকাশ্যে আনা হয়নি।
রণদীপের বয়স এখন ৪৭ আর তার বান্ধবী লিনের বয়স ৩৭। তবে রণবীর বা লিন কখনো প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে ২০২১ সালে লিনের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছিলেন হুদা। জানিয়েছিলেন, ‘রোদের মতোই হাসতে থাকুন।’
এরপর ২০২২ সালের দীপাবলিতে নিজেদের ছবি পোস্ট করেন তারা। উৎসবের পোশাক পরে প্রদীপ ছিল তাদের হাতে। স্পষ্ট করে না বললেও রণদীপ লিখেছিলেন- ‘সারা বিশ্বের জন্য রইল ভালোবাসা এবং আলো’। আর এভাবেই লিন লাইশরামের সঙ্গে প্রেমে সিলমোহর দিয়েছিলেন রণদীপ।
কে এই লিন লাইশরাম?
লিন মনিপুরের মেয়ে। তার নিজের গয়নার ব্যবসা আছে। তিনি বলিউডে দীর্ঘদিন মডেল-অভিনেত্রী হিসেবে কাজও করছেন। ইন্ডিয়া ফ্যাশন উইক, নিউইয়র্ক ফ্যাশন উইকের মতো শো-তে প্রায়ই দেখা যায় লিনকে। একাধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। মেরি কম, উর্মিকা, রঙ্গুন, অ্যাক্সোনের মতো সিনেমায় কাজ করে নজরে এসেছেন দর্শকদের। তবে প্রথম কাজ শাহরুখের ‘ওম শান্তি ওম’, যদিও তা কেমিও।