Thursday, January 2, 2025
Homeবিনোদনহলিউড অভিনেতার সন্তানের মা হতে চান দীপিকা পাড়ুকোন!

হলিউড অভিনেতার সন্তানের মা হতে চান দীপিকা পাড়ুকোন!


কদিন আগে দীপিকা পাড়ুকোন জানান, রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক চলাকালীন অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করতেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কটাক্ষের শিকার হতে হয় তাকে। সেই রেশ না কাটতেই আরও একটি মন্তব্যের কারণে ফের বিতর্ক শুরু হয়েছে অভিনেত্রীকে নিয়ে। তিনি মন্তব্য করেছেন, রণবীর না, এক হলিউড অভিনেতার সন্তানের মা হতে চান!

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৭ সালে ‘এক্সএক্সএক্স : দ্য জেন্ডার কেজ’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হয় দীপিকার। এতে অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে বেশ জমেছিল তার রসায়ন।

সেসময় যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এলেন ডিজেনেরসের টক শোয়ে হাজির হন দীপিকা। এলেন দীপিকার কাছে জানতে চান, ছবিতে তো বেশ রোম্যান্স করতে দেখা গিয়েছে তোমাদের। তা এখনও চলছে। তোমার মুখ দেখে আমি কিছু আন্দাজ করতে পারছি। তবে কী সত্যি কিছু?

উত্তরে দীপিকা হেসে বলেন, আগুন না থাকলে কি ধোঁয়া হয়? এরপরই এলেনকে দীপিকা জানান, তিনি ভিনের সন্তানের মা হতে চান। এলেন তার ও ভিনের মধ্যে সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে দীপিকা বলেন, ‘সবই আমার মাথায় চলছে। হ্যাঁ, আমার মাথায় হয়তো চলছে ভিন ডিজেলের সঙ্গে সুন্দর বাচ্চাদের জন্ম দিই।

প্রসঙ্গত, সম্প্রতি করণ জোহরের শোয়ে হাজির হয়ে স্পর্শকাতর কিছু বিষয় প্রকাশ করায় বেশ তোপের মুখে পড়েছেন অভিনেত্রী। তার মাঝে সামনে এসেছে পুরনো ভিডিওটি। সেখানে অন্য পুরুষের সন্তানের মা হতে চাওয়ার বিষয়টি শুনে ফের নেটাগরিকরা তাকে কটাক্ষ করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments