Friday, January 3, 2025
Homeবিনোদনবলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য বিদ্যা বালানের

বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য বিদ্যা বালানের

বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী বিদ্যা বালানকে বিটাউনের নারীকেন্দ্রিক সিনেমার অগ্রদূত হিসেবে ডাকা হয়। তিনি একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। কাহানি, নিয়ত-এর মতো সিনেমা দিয়ে তা প্রমাণও করে দিয়েছেন অভিনেত্রী। সঙ্গে পরিণীতা, লাগে রাহো মুন্না ভাই, বেগম জান ও ডার্টি পিকচারের মতো সিনেমা তো আছেই। সম্প্রতি বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই অভিনেত্রী। খবর হিন্দুস্তান টাইমসের।

এক চ্যাট শোতে মাসাবা গুপ্তার সঙ্গে কথোপকথনকালে বিদ্যা বলেন, ‘আমি অনুভব করি যে তারা তাদের কাজের বিষয়ে অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ। যদিও আমি বলব যে আমি যে ধরনের সিনেমা করি সেখানে অনেক শৃঙ্খলা রয়েছে। কারণ সেটা না হয়ে কোনো উপায়ও ছিল না। কারণ সেগুলো কম বাজেটের সিনেমা। মাঝারি আকারের সিনেমা। তাই নির্দিষ্ট একটা নিয়ম মেনে কাজ তো করতেই হয়। আমি কোনো হিন্দি বড় বাজেটের সিনেমায় অভিনয় করিনি। তাই আমি জানি না ওখানে কী হয়। কিন্তু এমন কিছু আছে যা ঠিক করে কাজ করছে না। আমরা নিজেদেরকে নিয়েই প্রশ্ন তুলছি। ওরা যা করছে নিজেদের প্রকৃত দিক তুলে ধরেছে। আমার মনে হয় হিন্দি সিনেমায় সেটার অভাব আছে।

’ বিদ্যা আরও জানান, তার দক্ষিণ ভারতীয় লালনপালন তাকে মাটির কাছাকাছি রেখেছে। সঙ্গে তার দক্ষিণ ভারতীয় পরিবারও। অভিনেত্রী বলেন, ‘আমার অনেক দক্ষিণ ভারতীয়র সঙ্গে পরিচয় হয়েছে যারা পেশা হিসেবে অভিনয়কে সম্মান দেয়। কাজের উন্নতিতেও খুশি হয়। কিন্তু একবার কাজ করে বাড়ি ঢুকে গেলে তুমি বিদ্যা, কোনো তারকা নও আর। তুমি কারো মেয়ে, কারো বউ, কারোর আন্টি। আমি ছোটবেলা থেকে সেই শিক্ষা পেয়েই বড় হয়েছি।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments