Monday, December 30, 2024
Homeবিনোদনশাকিব খানকে সুপারস্টার মানি না: রুবেল

শাকিব খানকে সুপারস্টার মানি না: রুবেল


কুংফু, ক্যারাতে মার্শাল আর্টের অ্যকশন দিয়ে জনপ্রিয় হয়ে উঠেন চিত্রনায়ক রুবেল। ‘লড়াকু’ সিনেমার মাধ্যমে ১৯৮৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় রুবেলের। এরপর ‘হুংকার’, ‘বিষদাঁত’, ‘বজ্রপাত’ ‘অকর্মা’ ‘ইনকিলাব’ ‘উত্থান পতন’ ‘সন্ত্রাস’ ‘শেষ আঘাত,’ ‘দেশ দুশমন’, ‘অর্জন’, ‘লাওয়ারিশ’, ‘অধিনায়ক’ মত চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন তিনি। অন্যদিকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন শাকিব খান। তাই তাকে সুপারস্টার বলা হয়ে থাকে। কিন্তু শাকিব খানকে সুপারস্টার মানতে নারাজ বলে জানিয়েছেন রুবেল।

রুবেল বলেন, শাকিব খানের সঙ্গে বিশাল একটি গ্রুপ আছে। হ্যাঁ নিঃসন্দেহে তিনি স্টার। তবে দুইটি ঈদ ছাড়া তার ছবি কখন চলছে? আমাদের সময় সারা বছর ছবি মুক্তি দিয়েছি ১২-১৪টা এক এক জন নায়ক। আমার ১০টা হলে মান্না সাহেবের ১২টা হতো। তার কেনো ১২ মাসে ১২টি ছবি মুক্তি পাচ্ছে না? শুধু দুইটি ঈদ তার জন্য বেছে রাখছি কেন?

তিনি আরও বলেন, শাকিব খানকে আমি কখনই সুপারস্টার মানবো না উল্লেখ করে তিনি বলেন, এখন শোনা যায় ভালো মানের সিনেমা করবে বলে বছরে দুইটি সিনেমা করছে। তাহলে রাজ্জাক ভাই, আলমগীর ভাই, কাঞ্চন ভাইরা যখন ১০-১২টি ছবি করেছে বছরে, তারা কি নিম্নমানের ছবি করেছে? ওকে সব বাদ আমি তাকে শতভাগ স্টার মানবো তখনই যখন ১২ মাসে ১২টি ছবি দিতে পারবে। এর আগে আমি তাকে স্টার মানব না।

জানা যায়, আসছে শিল্পী সমিতির নির্বাচনে অভিনেতা ডিপজলের প্যানেল থেকে নির্বাচন করবেন নায়ক রুবেল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments