Saturday, December 21, 2024
Homeবিনোদনতবে কি রাজনীতিতে যোগ দিচ্ছেন মাধুরী

তবে কি রাজনীতিতে যোগ দিচ্ছেন মাধুরী


এখন অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে নাম লেখাচ্ছেন অনেক তারকাই। এবার নাকি রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অভিনেত্রীর প্রার্থী হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, ২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে নাকি নিজের রাজনৈতিক ভাগ্য পরীক্ষা করে দেখতে চান মাধুরী। মূলত এ কারণেই দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের সংস্পর্শে রয়েছেন তিনি।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আসন্ন নির্বাচনে নর্থ মুম্বাই অথবা উত্তর-পশ্চিম মুম্বাই আসন থেকে মাধুরীকে টিকিট দেওয়া হতে পারে। ইতোমধ্যে নির্বাচনে লড়াইয়ের বিষয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, বিজেপি নেতা আশিস সেলার, এনসিপি নেতা প্রফুল প্যাটেলের সঙ্গে নাকি কথাও বলেছেন মাধুরী।

এমনকি চলতি বিশ্বকাপে ওয়াংখেড়েতে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে গ্যালারিতে পাশাপাশিই বসেছিলেন আশিস-মাধুরী। এসব কারণে জল্পনা আরও বেড়েছে। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি মাধুরী।

এর আগে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অমিত শাহের সঙ্গে দেখা করেন মাধুরী। তারপরই চারদিকে অভিনেত্রীর রাজনীতিতে যোগ দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। যদিও পরে বাস্তবে তেমন কিছু ঘটেনি।

সূত্র : টাইমস নাউ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments