Thursday, January 2, 2025
Homeবিনোদনশাহরুখের বাড়িতে ডেভিড বেকহাম

শাহরুখের বাড়িতে ডেভিড বেকহাম


ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহাম। যার জনপ্রিয়তায় এখনও এতটুকু ভাটা পড়েনি। যেখানে যান সেখানেই তাকে নিয়ে হইচই শুরু হয়। অন্যদিকে বলিউডের সুপারস্টার শাহরুখ খান। ভিন্ন পেশার মানুষ হলেও দুজনেই রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। এবার ভারতে এসে শাহরুখের বাড়ি যান বেকহাম।

বলিউড বাদশাহর আমন্ত্রণ পেয়ে আর দেরি করেননি বিশ্ব ফুটবলের এই রাজপুত্র। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতেই হাজির হন শাহরুখের মান্নাতে।

তবে শাহরুখ আগেই জানিয়ে রেখেছিলেন, বেকহামের সঙ্গে তার এই সাক্ষাৎ একেবারেই ব্যক্তিগত। এখানে ক্যামেরা বা সাংবাদিকদের ঢোকা সম্পূর্ণ নিষেধ। তবুও অনুরাগীরা অধীর অপেক্ষায় ছিলেন দুই তারকাকে একসঙ্গে দেখার জন্য।

রাত বাড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায় সেই পার্টির ছবি। শাহরুখের এই পার্টিতে হাজির হয়েছিলেন সোনম কাপুর ও আনন্দ আহুজাও। তিনি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন।

ওই ছবিতে দেখা গেল তারকাদের পা। আর অনুরাগীরা কিন্তু পা দেখেই ঠিক চিনতে পেরেছে শাহরুখ ও বেকহামকে। সঙ্গে রয়েছেন শাহরুখপুত্র আরিয়ান, সুহানা ও গৌরী খানও।

ছবি দেখে নেটিজেনরা বলছেন, সাদা স্নিকার পরা পা শাহরুখের। অন্যদিকে রূপালী জুতা আরিয়ানের। কালো প্যান্টের সঙ্গে কালো ফরম্যাল শু পরেছেন বেকহাম। সুহানা নীল রঙের পোশাক এবং গৌরী কালো পোশাকে। তবে পুরোটাই অনুরাগীদের জল্পনা।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর ওয়াংখেড়ে উপস্থিত ছিলেন বেকহ্যাম। মূলত ইউনিসেফের ‘গুডউইল অ‌্যাম্বাসাডর’ হিসেবে তিন দিনের জন‌্য ভারত সফরে এসেছেন এই ফুটবল তারকা। পাশাপাশি মুম্বাইয়ের সেমিফাইনাল ম্যাচও উপভোগ করেছেন তিনি।

সূত্র : আনন্দবাজার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments