বিশ্বকাপের ফাইনালে গত ১৯ নভেম্বর মুখোমুখি মাঠে নেমেছিলেন ভারত-অস্ট্রেলিয়া। শোবিজ দুনিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। এ দিন বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারিতে বসেছিল তারার মেলা।
তবে হঠাৎ স্ত্রীর গৌরীর সামনেই কাকে জড়িয়ে ধরে চুমু খেলেন শাহরুখ। আর এতেই নেটিজেনরা চর্চায় বসে গেছন এই তারকা দম্পতিকে নিয়ে। পরিবারকে সঙ্গে ভারত-অস্ট্রেলিয়ার লড়াই দেখতে মাঠে হাজির হয়েছিলেন শাহরুখ খান।
এ ছাড়া গ্যালারিতে আরও উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং। আনুশকা শর্মা ও অনিল কাপুরও।
জানা গেছে, বোর্ড সচিব জয় শাহ ও স্ত্রী গৌরী খানের পাশে বসে খেলা দেখছিলেন বাদশা। সঙ্গে রয়েছেন ছেলে আরিয়ান, আব্রাম ও কন্যা সুহানা খান। এ সময় হঠাৎই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কাকে জড়িয়ে ধরে চুমু খেলেন শাহরুখ?
বলিপাড়ায় এক সময় শাহরুখের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠে প্রিয়াংকা চোপড়ার। বিষয়টি যেন একেবারেই মেনে নিতে পারেননি গৌরী। তাইতো স্বামীর কাছে থেকে রীতিমতো প্রিয়াংকার সঙ্গে আর কাজ না করার প্রতিশ্রুতি আদায় করেন শাহরুখপত্নী। এবার খেলা দেখতে গিয়ে গৌরীর সামনেই জড়িয়ে ধরলেন দীপিকা পাড়ুকোনকে।
এ দিন বাবা, বোন ও স্বামীকে নিয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল দেখতে গিয়েছিলেন দীপিকা। চলতি বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমায় দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে শাহরুখ-দীপিকার রসায়ন।
বক্সঅফিসে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছে এই জুটি। বরাবরই শাহরুখ-দীপিকা একে অপরের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন। তাই এ দিন নিজের অন্যতম প্রিয় সহ-অভিনেত্রীকে দেখে জড়িয়ে ধরে চুমু খলেন বলিউডের এই বাদশাহ।