Friday, January 3, 2025
Homeবিনোদনআ.লীগের মনোনয়ন ফরম কিনলেন মমতাজ বেগম

আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন মমতাজ বেগম


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশের লোকগানের জনপ্রিয় শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম।

তিনি আওয়ামী লীগের হয়ে এবারও মানিকগঞ্জ -২ আসনের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন এই শিল্পী।

ওই সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আমার দেশবাসী, আমার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ -২ আসনে সবাইকে আহ্বান করব আগামী ৭ জানুয়ারি নির্বাচনে অংশ নিতে।

ভোটকেন্দ্রে এসে সবাই যেন ভোট দেয়। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজন। উনার কোনো বিকল্প নেই। আমাদের ঐক্যবদ্ধ হয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে।

এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়ে একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান।

প্রসঙ্গত, ২০১৮ সালের নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments