Sunday, December 22, 2024
Homeবিনোদনতিশাকে চিনতে পারছেন না জায়েদ খান!

তিশাকে চিনতে পারছেন না জায়েদ খান!


ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী তানজিন তিশাকে দেখেছেন, তবে সেভাবে চেনেন না বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে নানা আলোচিত ঘটনায় সাংবাদিকদের সামনে কথা বলেছেন জায়েদ খান। সেখানেই এমন মন্তব্য করেন তিনি।

জায়েদের ভাষায়, সবসময় নায়ক-নায়িকাদের বিপদে পাশে ছিলেন বিনোদন সাংবাদিকরাই। মেয়েটি (তানজিন তিশা) ই্মম্যাচিউরড আরকি। এজন্যই হয়তো সাংবাদিকদের সঙ্গে ঝামেলা করতে গেছে। সাংবাদিকরা যদি কোনো তারকার দিক থেকে মুখ ফিরিয়ে নেন, তখন দাঁড়ানো খুব টাফ। খুবই কঠিন। এক কথায় সাংবাদিকদের সঙ্গে ঝামেলা করে শিল্পীদের টিকে থাকা খুব কঠিন। তাকে কারা বুদ্ধি দেয় আমি জানি না। এরা আসলে বোকা।

নিজের অভিজ্ঞতা জানিয়ে জায়েদ বলেন, আমার সঙ্গে অনেক সাংবাদিকের ঝামেলা হয়েছিল। কিন্তু আমি এত বড় করিনি। সিনিয়র সাংবাদিকদের মাধ্যমে মিটমাট করেছি। আইন, পুলিশ ব্যবহার করা শিল্পীদের উচিত না। এতে শিল্পীদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। একবার সাংবাদিকরা খেপে গেলে ওই তারকার উঠে দাঁড়ানো টাফ।

প্রসঙ্গত, সম্প্রতি হাসপাতালে ভর্তি, সুস্থ হয়ে ফেসবুকে স্ট্যাটাস, রাতে লাইভ, সাংবাদিকদের হুমকিসহ নানা ঘটনায় আলোচনার মুখে পড়েন তানজিন তিশা। এ ঘটনায় ডিবি কার্যালয়ে গিয়েও অভিযোগ জানান তিনি। এরপরই তার ওপর ক্ষুব্ধ হয় বিনোদন সাংবাদিক মহল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments