বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘মানুষ’ ছবিটি শুক্রবার ২৪ (নভেম্বর) ভারতের ১১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিৎ ও বাংলাদেশের অভীনেত্রী মিম। নির্মাতার প্রথম চলচ্চিত্র এটি। আর প্রথম ছবি দিয়েই প্রসংসিত সঞ্জয় সমাদ্দার।
সঞ্জয় সমাদ্দার আরটিভিকে বলেন, আসলে প্রথম ছবি প্রথম সন্তানের মত। ভারতে মুক্তির পর সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনেও হাউজফুল যাচ্ছে ছবিটি। সিনেমা হলে দর্শক তালি দিচ্ছি বিভিন্ন সিকুয়েন্স দেখে। শুধু তাই নয় সিনেমা দেখে বাইরে বের হয়ে এসে ছবির নানা সংলাপ দিচ্ছে। আর এটি দেখে সত্যি অনেক ভালো লাগছিল।
বাংলাদেশে মুক্তির পরিকল্পনা আছে নাকি জানতে চাইলে এই নির্মাতা বলেন, আসলে আমি, মিম বাংলাদেশের হওয়াতে ছবিটি নিয়ে বাংলাদেশের দর্শকদের একটা বাড়তি আগ্রহ কাজ করছে। পাশাপাশি জিৎ’রও বাংলাদেশে অনেক দর্শক আছে। সব কিছু মিলিয়ে চেষ্টা চলছে বাংলাদেশে মুক্তি দেয়ার।
প্রসঙ্গত,বাংলা ও হিন্দি দুই ভাষাতেই ছবিটি দেখতে পাচ্ছেন সেখানকার দর্শক। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন সুপারস্টার জিৎ। শেষবার এই নায়ককে দেখা গিয়েছিল চেঙ্গিস সিনেমায়। চেঙ্গিসের পর সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘মানুষ’ দিয়ে আরও একবার হাজির হলেন জিৎ। ছবিটিতে আরও অভিনয় করেছেন জিতু কমল, সুস্মিতা চট্টোপাধ্যায় ও বাংলাদেশের অভিইেত্রী বিদ্যা সিনহা মিম প্রমুখ।