এখানেই বিনোদন

কনসার্টে হুড়োহুড়িতে ৪ শিক্ষার্থীর মৃত্যু


ভারতের কেরালার সিইউএসএটি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জনপ্রিয় গায়িকা নিকিতা গান্ধীর গান। কিন্তু আচমকা বৃষ্টি আসায় শুরু হয় তুমুল বিশৃঙ্খলা। এতে প্রাণ হারায় ৪ শিক্ষার্থী। পাশাপাশি আহত হয়েছেন ৬৫ জন এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুইজন।

জানা গেছে, বৃষ্টিতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে শিক্ষার্থীরা দৌড়াদৌড়ি করে। এতে পদপিষ্ট হয়ে মারা যান ওই বিশ্ববিদ্যালয়ের চার জন। আর এই ঘটনায় রীতিমতো শোকস্তব্ধ নিকিতা। ইতোমধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকপ্রকাশ করেছেন এই গায়িকা।

সোশ্যাল মিডিয়ায় নিকিতা লেখেন, কোচিতে যা হলো, সেটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমি বিধ্বস্ত ও শোকস্তব্ধ। আমার পারফরম্যান্সের জন্য গন্তব্যে পৌঁছনোর আগেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল। এই দুঃখ বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। মৃত শিক্ষার্থীদের পরিবারের জন্য প্রার্থনা করছি।

জানা গেছে, কেরালার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই কনসার্ট আয়োজন করা হয়। প্রায় ১৫শ’ আসন সংখ্যা।

স্থানীয় প্রশাসন সূত্র হতে জানা যায়, অডিটোরিয়ামে ঢোকা ও বেরোনোর জন্য একটাই দরজা ছিল। আচমকাই বৃষ্টি নামে। আর সেই একটি গেট দিয়ে তাড়াহুড়ো করে ভেতরে প্রবেশ করতে গিয়েই মূলত এমন ভয়ানক ঘটনা ঘটে। শুধু তাই নয়, শিক্ষার্থীরা ছাড়াও নাকি নিকিতার গান শুনতে ঢুকে পড়েন স্থানীয় বাসিন্দারা। আর এতেই শুরু হয় বিশৃঙ্খলা।

আরও জানা গেছে, ওই অনুষ্ঠানে নিকিতা পৌঁছনোর আগেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। মৃত শিক্ষার্থীদের মধ্যে দুজন ছাত্রী ও দুজন ছাত্র ছিলেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও।

সূত্র : আনন্দবাজার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

85,000FansLike
285,000SubscribersSubscribe

Latest Articles