Saturday, December 21, 2024
Homeবিনোদনমারাঠি মহিলার ছদ্মবেশে কে এই নায়ক

মারাঠি মহিলার ছদ্মবেশে কে এই নায়ক


পরনে লাল-সবুজ মিশেলের শাড়ি। হাতে চুড়ি, কানে দুল। সঙ্গে মানানসই নাকছাবি। সাজ-সজ্জা দেখলে বোঝাই যাচ্ছে মহিলাটি মারাঠি। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল, তিনি মারাঠি মহিলা নন, আদতে একজন পুরুষ।

পুরুষ হয়েও কেন হঠাৎ এমন মহিলার ছদ্মবেশ ধরেছেন তিনি। মানুষটি আর কেউ নন, পশ্চিম বঙ্গের ছোট পর্দার এক জনপ্রিয় নায়ক সুমন দে। তবে ছবিটি দেখে বোঝা বেশ কঠিন, ছদ্মবেশের আড়ালে কে লুকিয়ে রয়েছেন।

জানা গেছে, শিগগিরই দর্শকদের চমকে দিতে মহিলার বেশে পর্দায় হাজির হবেন সুমন। বর্তমানে ওপার বাংলার ‘তুমিই যে আমার মা’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমে মহিলার ছদ্মবেশের কারণ জানিয়ে সুমন বলেন, পুরোটাই গল্পের প্রয়োজনে। নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি মিটিয়ে নিতে অনি এবার আরোহীর মন জয় করতে চায়। তাই ছদ্মবেশের আড়ালে ওর খাবারের হোম ডেলিভারিতে সাহায্য করবে।

মূলত টিআরপির বাড়াতেই সিরিয়ালে নতুন চমক হাজির করেন নির্মাতারা। তাদের বিশ্বাস, সুমনের এই নতুন চরিত্রটি ভীষণ পছন্দ করবেন দর্শকরা।

সিরিয়ালে নতুন চরিত্রটি নিয়ে সুমন বলেন, আমার নতুন চরিত্রটির নাম সুইটি দেশপাণ্ডে। চরিত্রটি মরাঠি। সুইটি কিন্তু খুব ভালো মোটরবাইক চালায়। আগামী পর্বে খাবার নিয়ে আরোহীর বাড়িতে ডেলিভারি দেবে সে।

অভিনেতার ভাষ্য, চিত্রনাট্য পড়ে দেখলাম গল্পের প্রয়োজনেই তৈরি করা। তা ছাড়া নতুন চ্যালেঞ্জ। তাই রাজি হয়ে গেলাম। তাছাড়া অভিনেতা হিসেবে এ রকম চরিত্রে অভিনয় করার ইচ্ছা ছিলই। এ ক্ষেত্রে কমল হাসন অভিনীত ‘চাচি ৪২০’, অক্ষয় কুমারের ‘লক্ষ্ণী’ নতুন করে দেখলাম।

তবে পর্দায় নতুন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে বেশ সময় দিতে হচ্ছে সুমনকে। মেক আপে সময় লাগছে প্রায় দেড় ঘণ্টা। কেটে ফেলতে হয়েছে দাড়ি। কিন্তু তাতে অভিনেতার কোনো সমস্যা নেই।

সূত্র : আনন্দবাজার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments