বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে নিয়ে চর্চা দিনে দিনে বেড়েই চলেছে। তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন নিয়ে তোলপাড় বলিউড। গুঞ্জন রটেছে একসঙ্গে আর থাকছেন না তারা। এর মাঝেই দেখা গেল অভিষেক বচ্চনের হাতে নেই বিয়ের আংটি।
সম্প্রতি এক ইভেন্টে অভিষেকের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। সেই অনুষ্ঠানে এদিন অভিনেতার আঙুলে বিয়ের আংটি দেখা যায়নি, যেটা কিনা এতদিন পর্যন্ত তিনি সবসময় পরে থাকতেন। বিয়ের আংটি না দেখেই জল্পনা শুরু হয়েছে। তবে কি সত্যিই দীর্ঘদিনের সম্পর্কে ইতি টানতে চলেছেন অভিষেক ও ঐশ্বরিয়া?
ঐশ্বরিয়ার স্বামীর হাতে বিয়ের আংটি না দেখায় ভক্তরাও বেশ চিন্তিত। সামাজিকমাধ্যমে একজন লিখেছেন, বচ্চন পরিবারে বিবাহবিচ্ছেদ প্রত্যাশিত ছিল না!’ আরেক ভক্তের মন্তব্য, ‘যতদিন অমিতাভ বচ্চন বেঁচে থাকবেন, ততদিন তিনি এমন কিছু হতে দেবেন না।
প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরেই বচ্চন পরিবারের ভাঙনের গুঞ্জন নিয়ে সংবাদ প্রকাশ করছে ভারতীয় সংবাদমাধ্যম। শাশুড়ি ও ননদের সঙ্গে সম্পর্ক মোটেই নাকি ভালো যাচ্ছে না ঐশ্বরিয়ার। সে কারণেই নাকি দূরত্ব বেড়েছে অভিষেকের সঙ্গে। তবে এর আগেও ঐশ্বরিয়ার সঙ্গে অমিতাভের পরিবারের অশান্তির কথা প্রকাশ্যে এসেছে। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ অভিষেক-ঐশ্বরিয়া।