বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের নাম শুনলেই সাধারণ মানুষের মাঝে এক বাড়তি আগ্রহ দেখা যায়। সংগঠনটির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন ঘিরে এখনও চলছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই সেই মেয়াদের নির্বাচনকে চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে সমালোচিত নির্বাচন মনে করেন। একটি পদকে ঘিরে জায়েদ-নিপুণের দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়ায়। এর সুরাহা না হতেই বতর্মান কমিটির মেয়াদ শেষের পথে; ফলে নতুন মেয়াদে নির্বাচনের আমেজ দেখা যাচ্ছে চলচ্চিত্রাঙ্গনে।
নতুন বছরের ৮ ফেব্রুয়ারির মধ্যে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নিপুণ আক্তার। রোববার (৩ ডিসেম্বর) দুপুরে শিল্পী সমিতির অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।
নিপুণ বলেন, বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। জাতীয় নির্বাচনের কারণে এখন কোনো নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না। তাই জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এ সময় নিজের প্যানেলের বিষয়ে নিপুণ বলেন, গতবারও আমার প্যানেলে চমক ছিল। এরপর চমকের পর চমক দেখেই যাচ্ছেন। আগামী নির্বাচনেও চমক নিয়েই প্যানেল ঘোষণা করব।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন।