বর্তমানে বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সংসারে বাজছে বিচ্ছেদের সুর। যদিও বচ্চন পরিবার থেকে এখনও এ বিষয়ে কেউই মুখ খোলেননি। তবে দিন দিন যেন বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হচ্ছে অভিষেক-ঐশ্বরিয়ার।
এদিকে তারকাদের ব্যক্তিগত জীবনের ইস্যু নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের। তাই বিচ্ছেদ হলেও কত টাকার সম্পত্তি থাকবে ঐশ্বরিয়ার ঝুলিতে? সে নিয়ে নানান প্রশ্ন ঘোরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বর্তমানে অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্য জীবনে টানাপোড়েন থাকলেও সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজেদের সমস্যার কথা সামনে আনতে চাচ্ছেন না তারা।
কিন্তু বিচ্ছেদের সিদ্ধান্ত যদি নিয়েই থাকেন, তবে বচ্চন পরিবারের বিশাল সম্পত্তি ও আভিজাত্য ছেড়ে যেতে হবে এই অভিনেত্রীকে। তাই ভক্তেদের কৌতুহল, স্বামী ও শ্বশুড়বাড়ির পরিচয় ছাড়াও, প্রাক্তন এই বিশ্বসুন্দরীর সম্পত্তি ও অর্থবিত্তের পরিমান কেমন?
২০২৩ সালের ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ৭৭৬ কোটি রুপির মালিক ঐশ্বরিয়া। নিজের দীর্ঘ ক্যারিয়ারে ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি মডেলিং, বিজ্ঞাপন, বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হয়েও বিপুল অর্থ আয় করেছেন। যুক্ত রয়েছেন বিভিন্ন সংস্থার সঙ্গে। মাঝে মধ্যে বেশ কিছু ইভেন্টেও দেখা যায় তাকে। সেখান থেকেও আয় হয় ঐশ্বরিয়ার।
জানা গেছে, সিনেমাপ্রতি ১০-১২ কোটি রুপি এবং বিজ্ঞাপনের জন্য ৫-৬ কোটি পর্যন্ত চার্জ নিয়ে থাকেন ঐশ্বরিয়া। এছাড়া দুবাইয়ে ঐশ্বরিয়া-অভিষেক জুটির ১৬ কোটি রুপির বাড়ি ও বান্দ্রায় ২০ কোটি রুপির অ্যাপার্টমেন্ট রয়েছে যেগুলোর অংশীদার তিনি।
ঐশ্বরিয়ার ঝুলিতে রয়েছে রোলস রয়েলস, মার্সিটিজ, অডির মতো একাধিক বিলাসবহুল গাড়ি। তাই বচ্চন পরিবারের সম্পত্তির অংশ তিনি যদি নাও পান, বেশ মোটা অঙ্কের টাকাই রয়েছে তার ঝোলায়। আর যা অস্বীকার করার কোনো উপায়ও নেই কারও।
তবে শোনা যাচ্ছে, শশুর বাড়ি ছেড়ে চলে গেলেও মেয়ে আরাধ্যার মুখ চেয়েই নাকি আইনত আলাদা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন না অভিষেক-ঐশ্বরিয়া। তাই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা নেই বলেই ধারণা করছেন সবাই।
সূত্র : টাইমস অব ইন্ডিয়ার