বলিউডের জনপ্রিয় তারকা শহিদ কাপুর। সম্প্রতি স্ত্রী মীরা রাজপুত ও দুই ছেলে-মেয়েকে নিয়ে একটি অনুষ্ঠানে হাজির হন তিনি। তবে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় ছবি তুলতে তাদের ঘিরে ধরেন পাপারাজ্জিরা। আর এতেই মেজাজ হারান শহিদ।
এ সময় খানিকটা ক্ষোভ ঝেড়ে শহিদ বলে ওঠেন, আর কত ছবি তুলবেন আপনারা, ২৫০ কোটি ছবি তুলে ফেলেছেন! সঙ্গে বাচ্চারা রয়েছে, তাদের সামনে অন্তত এমনটা করবেন না। শুধু তাই নয়, রীতিমতো ঝাঁঝালোভাবে চোখ পাকিয়ে ফটোগ্রাফারদের দেখতে দেখতেই গাড়িতে উঠে যান তিনি।
এ দিকে মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যায়, ছবি তোলায় ফটোগ্রাফারদের ওপর রেগে যান শহিদ।
২০১৯ সালে মুক্তি পায় শহিদ অভিনীত সিনেমা ‘কবীর সিং’। সিনেমায় বদমেজাজি, উগ্র তরুণের চরিত্রে অভিনয় করে পর্দা কাঁপান এই অভিনেতা। দর্শক মহলে ব্যাপক আলোচনা হয় সিনেমাটিকে নিয়ে। বক্সঅফিসে ৩৮০ কোটির ব্যবসা করে নজির গড়েছিল এই ছবি।
শহিদ নিজেও ‘কবীর সিং’ সিনেমাটিকে নিজের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ও সফল ছবি বলেও মনে করেন। তবে নেটিজেনদের ধারণা, ইতোমধ্যে সিনেমার চার বছর কেটে গেলেও মাঝেমধ্যেই নাকি কবীর সিংয়ের মতোই আচরণ করেন শহিদ। আবারও ফের সেতার প্রমাণ পাওয়া গেল ওই ভিডিওতে।