ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের জাদুতে দেশের গন্ডি ছাড়িয়ে ওপার বাংলাতেও নিজের অবস্থান পোক্ত করে নিয়েছেন। সেখানে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন তিনি। কাজ করেছেন বলিউডের সিনেমাতেও। তার প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’ মুক্তি পায় চলতি মাসের প্রথম সপ্তাহে।
অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমাটিতে অভিনয় করে ভারতীয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশি অভিনেত্রী। এসবই পুরোনো কথা। নতুন খবর হলো এবার তিনি জায়গা পেলেন ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের তালিকায়। ২০২৩ সালে ওটিটিতে নজরকাড়া পারফর্ম করা নতুন শিল্পীদের তালিকা প্রকাশ করেছে তারা। শনিবার (২৩ ডিসেম্বর) পত্রিকাটির প্রিন্ট সংস্করণে ছাপা হওয়া তালিকার শুরুতেই আছেন জয়া আহসান।
‘কড়ক সিং’ সিনেমায় জয়া আহসানকে দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠির প্রেমিকার চরিত্রে। নিজের চরিত্রে অভিনয়ে বরাবরের মতোই সাবলীল ছিলেন জয়া।
হিন্দুস্তান টাইমস জয়া আহসানের ছবি দিয়ে ‘কড়ক সিং’এ তাঁর অভিনয়ের প্রশংসা করেছে। প্রতিবেদনে জয়া সম্পর্কে লেখা হয়েছে, অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় সিনেমাটিতে পঙ্কজ ত্রিপাঠির প্রেমিকার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন এই বাংলাদেশি অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসে দেওয়া প্রতিক্রিয়া জয়া গণমাধ্যমকে বলেন, নয়না চরিত্রটিতে নতুনত্ব ছিল, তাঁর চরিত্রটির মধ্যে অনেক স্তর আছে; আমাকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে অভিনয় করতে হয়েছে। এরপরও যদি আমার অভিনয় ভালো হয়ে থাকে, তবে সেটা অনেক বড় ব্যাপার। অনেকে বলেছে পর্দায় আমার চরিত্রের দৈর্ঘ্য আরও একটু বড় হতে পারত কিন্তু আমার মনে হয়, এটা যথেষ্ট শক্তিশালী চরিত্র। নতুনত্ব আছে এমন কিছুরই অপেক্ষায় থাকি আমি।
ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পাওয়া ‘কড়ক সিং’-এ পঙ্কজ ত্রিপাঠি, জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন সঞ্জনা সাংঘি, পার্বতী, পরেশ পাহুজা, দিলীপ শংকর প্রমুখ।