কখনও পোশাক, কখনও মন্তব্য আবার কখনও কাজকর্মের জন্য বারবার খবরের শিরোনামে উঠে আসেন উর্ফি জাভেদ। বিতর্ক যেন কিছুতেই তার পিছু ছাড়েনি। পুরো সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে দুই ভাগে বিভক্ত। কেউ কেউ তাকে একেবারেই অপছন্দ করেন, কেউ কেউ আবার সমর্থন করেন। তবে উর্ফির সোশ্যাল মিডিয়া প্রোফাইল বারবার রিপোর্টের মুখে পড়ে আর তার জেরেই ইনস্টা থেকে মাঝেমধ্যেই ডিলিট হয়ে যায়। তবে এবার তাকে দেখা গেছে রেস্তোরাঁয় খাবার সার্ভ করতে।
ছোটপর্দায় অভিনয় করেছেন উর্ফি। কিন্তু তিনি জনপ্রিয়তা পান বিগ বস ওটিটির প্রথম সিজন থেকে। অভিনয় ছাড়াও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, মডেলিং ও সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে আয় করেন। তবে বিনোদন দুনিয়া ছেড়ে একটি রেস্তোরাঁয় কাজ করতে দেখা গেল তাকে। ওয়েট্রেসের পোশাক পরে অর্ডার নিচ্ছেন। কিছুদিন আগেই তাকে রেস্তোরাঁয় কাজ করতে দেখে অবাক হন অনেকেই। কেন তিনি রেস্তোরাঁয় কাজ করছেন, তা জানালেন উর্ফি নিজেই।
একটি ভিডিও পোস্ট করেন উর্ফি। সেখানে দেখা যাচ্ছে, ওয়েট্রেসের পোশাকে কখনও অর্ডার নিচ্ছেন, কখনও আবার টেবিলে পৌঁছে দিচ্ছেন খাবার। ক্যাপশনে উর্ফি জানালেন যে কিছু ঘণ্টার জন্য হোটেলে চাকরি করেন তিনি।
তিনি লেখেন, স্বপ্নগুলো অনুভব করলাম। কোনও কাজই বড় বা ছোট নয়, এটা দেখার দৃষ্টিভঙ্গি। কিছু ঘণ্টার জন্য আমি ওয়েট্রেসের জুতোয় পা গলিয়েছিলাম। আমার রোজগারের অর্থ আমি ক্যানসার পেশেন্ট এইড অ্যাসোসিয়েশনে দিতে পেরে উচ্ছ্বসিত। এরকম মহানুভবতার কাজ আমি করে যেতে চাই।
পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন তাদের, যারা এই কাজে তাকে সাহায্য করেছেন।