Sunday, December 22, 2024
Homeবিনোদনহতাশাগ্রস্ত শিল্পীর সংখ্যা বেড়েছে : মুকিত জাকারিয়া

হতাশাগ্রস্ত শিল্পীর সংখ্যা বেড়েছে : মুকিত জাকারিয়া


দেশের জনপ্রিয় মডেল ও অভিনেতা মুকিত জাকারিয়া। বাহারি পণ্যের বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি অভিনয়েও দর্শকদের নজর কেড়েছেন তিনি। চলতি বছর থার্টি ফার্স্ট নাইট কাটাচ্ছেন দেশের বাইরে। বর্তমানে সিঙ্গাপুর নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন মুকিত।

সেখান থেকেই দেশের এক গণমাধ্যমে নানান বিষয় নিয়ে কথা বলেছেন এই অভিনেতা। এ সময় মুকিত বলেন, বর্তমানে হতাশাগ্রস্ত শিল্পীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

থার্টি ফার্স্ট নাইট উদযাপন প্রসঙ্গে মুকিত বলেন, কাজের সূত্রে এবার দেশের বাইরে দিনটি কাটাতে হবে। সিঙ্গাপুরে আমার কিছু বন্ধু আছেন। পাশাপাশি প্রবাসী ভক্তের সংখ্যাও অনেক। তারা তাদের বাসায় আগামী ৩১ ডিসেম্বর নিমন্ত্রণ জানিয়েছেন আমাকে। আর তাদের সেই দাওয়াত গ্রহণ করেছি আমি। তাদের সঙ্গেই ঘরোয়া পরিবেশে আমার সময়টা কাটবে।

বিদায়ী বছর প্রসঙ্গে অভিনেতা বলেন, চলতি বছর প্রাপ্তির পাশাপাশি বেদনাও আছে। এ বছর শিল্পীদের ব্যাপক নাড়া দিয়েছে। বলা যায়, আত্মঘাতি হওয়ার জন্য ঘরে বসে আছে অনেক শিল্পীই। শিল্পীরা ঘরমুখী হয়েছে। হতাশাগ্রস্ত শিল্পীর সংখ্যা বেড়েছে। দেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমার দায়বদ্ধতা আছে বলে বিরত আছি।

সবশেষে নতুন বছরের প্রত্যাশার কথা জানিয়ে মুকিত বলেন, নতুন বছরে সকলের শুভবুদ্ধির উদয় হোক। ডাবল মিনিং সংলাপের অভিনয় পরিহার করে যেন সবাই মিলে সংস্কৃতিকে এগিয়ে নিতে পারি। অশুদ্ধ ভাষা–সংলাপ দূরে রেখে শুদ্ধ ভাষায় কথা বলতে পারি। পাশাপাশি সবাই যেন দর্শককে ভালো কাজ উপহার দিতে পারি। নতুন বছরের এটাই আমার একমাত্র চাওয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments