হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউড অভিনেত্রী হিনা খানকে। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। হঠাৎ সেখানে তিনি জানালেন ভয়ংকর চার রাত কাটিয়েছেন হিনা।
আর এতেই তার ভক্তরা ব্যাপক উদ্বেগ প্রকাশ করছেন। কি হয়েছে হিনার? এমন প্রশ্নে রীতিমতো রহস্যের জট বেঁধেছে তাদের মনে।
জানা গেছে, প্রচণ্ড জ্বর নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন হিনা। মূলত এ কারণেই এমন পোস্ট দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রামে একাধিক স্টোরি শেয়ার করেন হিনা। এক পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, জ্বর নিয়ে ভয়ংকর চার রাত কাটালাম। শরীরে ক্রমাগত ১০২-১০৩ ডিগ্রি তাপমাত্রা ছিল। শরীরে এখন আর কোনো শক্তি নেই।
পাশাপাশি ভক্তদের উদ্দেশে হিনা লেখেন, যারা আমার জন্য চিন্তিত তাদের বলছি, ইনশাআল্লাহ শিগগিরই আপনাদের মাঝে ফিরে আসব।
স্টার প্লাসের ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান হিনা। বর্তমানে বলিউডের পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।
হিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাইনস’। মুক্তি পায় ২০২১ সালে। তার অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘কান্ট্রি অব ব্লাইন্ড’। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।
সূত্র : দ্য ফ্রি প্রেস জার্নাল