এখানেই বিনোদন

সালমান-শাবনূরের স্বপ্নের ঠিকানার পরিচালক খালেক আর নেই


সালমান শাহর ‘স্বপ্নের ঠিকানা’ চলচ্চিত্রের পরিচালক বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক আর নেই (ইন্নানিল্লাহি…রাজিউন)। গতকাল বুধবার মধ্যরাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই রাত ৩টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

পরিচালক এমএ খালেকের মৃত্যুর সংবাদটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা অপূর্ব রানা।

দেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কয়েক দিন আগে ঢাকার মতিঝিলে এক দুর্ঘটনার কবলে পড়েছিলেন এমএ খালেক। পেছন থেকে আরেকটি রিকশার ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। পরে ধরাধরি করে কয়েকজন পথচারী তাকে ঢাকার মধুবাগের বাসায় পৌঁছে দেন।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নেন। পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, এমএ খালেকের মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটেছে। এরপর মাসখানেক ধরে হাসপাতালে চিকিৎসা চলছিল তার। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দিনপাঁচেক আগে তাকে বাসায় আনা হয়।

১৯৯৫ সালের ১১ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সালমান শাহ ও শাবনূর জুটির ‘স্বপ্নের ঠিকানা’। এমএ খালেক পরিচালিত চলচ্চিত্রটি ব্যবসায়িক সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তাও লাভ করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

85,000FansLike
285,000SubscribersSubscribe

Latest Articles