সারাদেশে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের পাশাপাশি প্রার্থীরাও নিজেদের ভোট দিচ্ছেন। ঢাকা সিটি কলেজ কেন্দ্রে রবিবার (৭ জানুয়ারি) সকালে ভোট দিয়েছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
এর আগে, সকাল ৮টা ৩ মিনিটে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বরাবরের মতো ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নৌকা প্রতীকে তার ভোটাধিকার প্রয়োগ করেন। আর এই আসনে নৌকা প্রতীকে নির্বাচনে লড়ছেন ফেরদৌস।
প্রধানমন্ত্রীর ভোট পেয়ে খুবই আনন্দিত প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। এ প্রসঙ্গে ভোট দেওয়া শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে পুতুলের দুটো ভোট পেয়েছি। বিষয়টি খুবই ভালো লেগেছে আমার।