তিন সিনেমার ঘোষণা নির্মাতা অনিকের, ভাবনার চারুলতা দিয়ে শুটিং শুরু

Table of Content


প্রথম সিনেমা নির্মাণের পর অনেক নির্মাতাই দ্বিতীয় সিনেমা শুরু করতে কিছুটা সময় নেন। সেই সময়টা নিলেন না নির্মাতা রাইসুল ইসলাম অনিক। গত বছর ‘ইতি চিত্রা’ দিয়ে পরিচালক হিসেবে ঢালিউডে যাত্রা শুরু করেন তিনি। প্রথম সিনেমা মুক্তির চার মাসের মধ্যেই নতুন সিনেমার ঘোষণা দিলেন এ নির্মাতা। তাও আবার একটি নয়, একসঙ্গে তিনটি সিনেমা।

সিনেমাগুলো হলো ‘চারুলতা’, ‘ফুরিয়ে যাওয়া আলো’ ও ‘রণযোদ্ধা (নৌকমান্ড, আগস্ট ১৯৭১)’। আর শুরু হচ্ছে চারুলতা দিয়ে। চলতি মাসের মাঝামাঝি সময়েই শুরু হবে এই সিনেমার শুটিং।

নতুন তিন সিনেমা নিয়ে অনিক বলেন, ‘এমন না যে হুট করেই সিনেমাগুলোর ঘোষণা দিয়েছি। আমি এবং আমার টিম পাঁচ বছরেরও বেশি সময় ধরে অনেকগুলো সিনেমা বানানোর পরিকল্পনা করছিলাম। শতভাগ নিশ্চিত হওয়ার অপেক্ষায় ছিলাম। এবার সেটা নিশ্চিত হওয়া গেছে। এ বছরেই তিনটি সিনেমার নির্মাণ শেষ করব।’

ঢাকার নিউমার্কেটের ফুটপাতের ব্যবসায়ীদের নিয়ে চারুলতা সিনেমার গল্প। নিউমার্কেটের সঙ্গে জড়িত চার বন্ধুর গল্প দেখা যাবে এতে। অভিনয় করবেন আশনা হাবিব ভাবনা, রাকিব হোসেন ইভন, মোহাইমিন ইসলাম গল্প প্রমুখ। এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হবে গল্পের। তিনি অভিনেত্রী মনিরা মিঠুর ছেলে।

নির্মাতা অনিক আরও বলেন, ‘নিউমার্কেট এলাকার ঘটনাগুলোই গল্পে উঠে আসবে। তাদের জীবনসংগ্রামটাই এই সিনেমার উপজীব্য। তাই নিউমার্কেট এলাকায় হবে শুটিং। সিনেমার নাম যেহেতু চারুলতা, তাই তাকে ঘিরেই এগোবে গল্প। ১৫ তারিখের পর থেকে ক্যামেরা ওপেন করার ইচ্ছা আছে।’

নতুন এই সিনেমা নিয়ে অভিনেত্রী ভাবনা বলেন, ‘গল্পটা শুনেই আমার ভালো লেগেছে। আমার চরিত্রটাও বেশ মজার। নিম্নবিত্ত পরিবারের একটা মেয়ে, যে নিউমার্কেটে চুরির দোকান নিয়ে বসে। সেই মেয়েটির জীবনের গল্প দেখানো হবে সিনেমায়।’

ইভন বলেন, ‘চারুলতার গল্পটা প্রেমের, বন্ধুত্বের ও পরিবারের। কিন্তু সব ছাপিয়ে মানুষের মানবিক, ব্যক্তিগত ও সীমাবদ্ধতার গল্প। যেখানে জীবন কখনো রঙিন, কখনো ধূসর আবার কখনো অন্ধকার।’

সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্দিন খান, মাহবুব সুমন ও অনিক। নির্মাতা জানান, আগামী কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা হচ্ছে চারুলতার। মুক্তির আগে কয়েকটি দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হবে সিনেমাটির।

Tags :

Popular News

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

© 2017-25 All Rights Reserved by Media Para