নতুন বছরের শুরুতেই মিললো সুখবর। হিন্দি ফিল্ম ডাঙ্কির সাফলতার পর, শীঘ্রই ওটিটিতে পা রাখতে চলেছেন ভারতীয় পরিচালক রাজকুমার হিরানি। এবং মুখ্য চরিত্রে রাখতে চলেছেন ‘টুয়েলফথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি।
এক সংবাদ সংস্থার এর সঙ্গে একটি ভার্চুয়াল সাক্ষাৎকারে, রাজকুমার হিরানি জানান যে তিনি ডিজনি প্লাস হটস্টারের ওটিটি প্ল্যাটফর্মে তার প্রথম ওটিটি আত্মপ্রকাশ করবেন, যেখানে মুখ্য চরিত্রে বিক্রান্ত ম্যাসি থাকবে। কোভিড কালেই বিভিন্ন রকম গল্প নিয়ে কাজ শুরু করেন পরিচালক। একাধিক ফিচার ফিল্ম বানানোর ইচ্ছা আছে তার।
‘ডাঙ্কি’ পরিচালক জানিয়েছেন চলতি মাসেই শ্যুটিং শুরু করবেন তারা। তবে এবার পরিচালক হিসেবে না, এই কাজে তাকে পাওয়া যাবে শোরানারের ভূমিকায়। তিনি আরও বলেন, ‘এটি এমন একটি কাজ যেটা নিয়ে আমি ভীষন খুশি। যেভাবে এর প্রেক্ষাপট তৈরি করা হয়েছে তা আমার কাছে ভীষন ভাবে কাছের। এটা আমার নিজের জায়গা।‘
মুন্না ভাইয়ের পরবর্তী সিনেমা নিয়ে জিজ্ঞাসা করা হলে হিরানি বলেন, ‘এমন নয় যে আমি এই সিনেমা করতে চাই না, ১০০ শতাংশ আমি এটি করতে চাই কারণ আমি এই ধরনের ছবিগুলি তৈরি করতে মজা পাই। প্রতিটা ছবির পর একটা করে ‘মুন্নাভাই’ লেখার চেষ্টা করেছি। তাই, আমার কাছে বর্তমানে মোট পাঁচটি অসমাপ্ত মুন্না ভাইয়ের স্ক্রিপ্ট রয়েছে যার বিভিন্ন আলাদা আলাদা শিরোনামও রয়েছে।’ সূত্র: জিনিউজ