ক্যামেরার পেছনের মানুষ, লেখালেখি নিয়ে ব্যস্ত আবু সাইয়িদ রানাকে বিয়ে করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ছোট পরিসরে ছিল বিয়ের আনুষ্ঠানিকতা। তবে বিয়ের পরই নিজেদের ছবি প্রকাশ করতে কার্পণ্য করেনি অভিনেত্রী মৌসুমী হামিদ।
শুক্রবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে স্বামী আবু সাইয়িদ রানার সঙ্গে বিয়ের সাজে কয়েকটি ছবি পোস্ট করেছেন মৌসুমী হামিদ।
সেখানে দেখা যায় লাল শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী, গা ভর্তি ছিল গহনায়। অন্যদিকে বর আবু সাইয়িদ রানা সেজেছিলেন সাদা ও সোনালি রঙের শেরওয়ানিতে। মাথায় ছিল তারকা স্ত্রীর শাড়ির সঙ্গে মেলানো পাগড়ী।
এ অভিনেত্রী সোশ্যালে ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন―মিলনের স্বর্ণপাত্রে সুধা দিল ভরি, মধু সঞ্চয়ের পর, মধু পেরে করিল মুখর, শান্ত আনন্দের আমন্ত্রণে, আসন পাতিয়া দিল রবাহূত অনাহূত জনে।
এর আগে গত ১০ জানুয়ারি গায়েহলুদ হয় তাদের। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়।