Wednesday, January 8, 2025
Homeবিনোদনআবারও বাংলাদেশি সিনেমায় ঋতুপর্ণা, পেলেন ঢাকায় আসার অনুমতি

আবারও বাংলাদেশি সিনেমায় ঋতুপর্ণা, পেলেন ঢাকায় আসার অনুমতি


গেল বছরের আগস্টে বাংলাদেশে এসেছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই সময় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘স্পর্শ’ ছবিতে শুটিং করতে এসেছিলেন।

এবার ‘বাঙালি বিলাস’ নামে একটি ঢাকাই সিনেমায় কাজের জন্য বাংলাদেশে আসছেন তিনি। ঢাকায় আসার ইতোমধ্যে অনুমতি পেয়েছেন পশ্চিমবঙ্গের এ অভিনেত্রী।

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি এসেছে গণমাধ্যমের হাতে।

চিঠিতে দেখা যায়, বাংলাদেশে দুই মাস সিনেমায় কাজের জন্য অনুমতি পেয়েছেন ঋতুপর্ণা।

এই সময়ের মধ্যেই এবাদুর রহমানের প্রযোজনা ও পরিচালনায় ‘বাঙালি বিলাস’ সিনেমাটি সাধারণ সুবিধায় এক বছরের জন্য তালিকাভুক্ত করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

তবে সিনেমাটিতে ঋতুপর্ণা ছাড়া আর কোন শিল্পী থাকছেন বা কবে থেকে এর শুটিং শুরু হবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি নির্মাতা।

এর আগে বেশ কিছু বাংলাদেশি সিনেমায় অভিনয় করেছেন ঋতু। তার অভিনীত সাগরিকা সিনেমাটি দর্শকপ্রিয়তা পেয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments