বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দর্শকপ্রিয় এই অভিনেত্রী কাজ করেছেন হলিউডেও। নতুন খবর হলো ফের হলিউডে পাড়ি দিতে চলেছেন দীপিকা। শোনা যাচ্ছে এক জনপ্রিয় ওয়েব সিরিজের তৃতীয় সিজনে দেখা যাবে অভিনেত্রীকে।
আমেরিকান কমেডি ড্রামা ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে দেখা যাবে দীপিকাকে। এই সিরিজের প্রথম দুটি সিজন বেশ প্রশংসা পেয়েছে। তবে ভারতীয় দর্শকদের কাছে খুব বেশি জনপ্রিয় নয় এই সিরিজ। দীপিকা অভিনয় করলে অবশ্য তৃতীয় সিজন থাকবে ভারতীয়দের আলোচনায়।
এই সিরিজের প্রথম দুটি সিজন হাওয়াই দ্বীপপুঞ্জ এবং সিসিলিতে শুটিং করা হয়েছিল। জানা গেছে, তৃতীয় সিজনের শুটিং হবে থাইল্যান্ডে। শিগগিরই শুরু হবে শুটিং।
প্রসঙ্গত, ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির মাধ্যমে ২০১৭ সালে প্রথম হলিউডে অভিষেক হয় দীপিকার। সেই ছবিতে হলিউড তারকা ভিন ডিজেলের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন নায়িকা। ছবিটি ভারতেও মুক্তি পেয়েছিল। তবে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।