Sunday, December 22, 2024
Homeবিনোদনমুক্তির অপেক্ষায় মান্না অভিনীত শেষ সিনেমা

মুক্তির অপেক্ষায় মান্না অভিনীত শেষ সিনেমা


সর্বশেষ ‘জীবন যন্ত্রণা’ নামে সিনেমায় অভিনয় করেছিলে ঢাকাই সিনেমার দাপুটে নায়ক মান্না। জাহিদ হোসেন পরিচালিত এই সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্রও পেয়েছে।

সিনেমাটি প্রসঙ্গে প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, যেহেতু সিনেমাটির দৃশ্যধারণ হয়েছিল ৩৫ মি.মি. লেন্সে। বর্তমান সময়ে তা সিনেমা হলে প্রদর্শনের উপযুক্ত নয়। তাই এই সময় এসে এটিকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করতে হচ্ছে। তাই সিনেমাটি ভারতে পাঠানো হয়েছে। এ বছর বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

খোরশেদ আলম খসরু আরও বলেন, ‘তখনকার সময়ে এটা অনেক বিগ বাজেটের একটা ছবি ছিল। ২০০৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মান্না। প্রায় ১৫ বছর হয়ে গেল সে মারা গেছে। এখনও তার অনেক ভক্ত-অনুসারী আছে, যাদের অনেকেই আমাকে ফোন করে ছবিটির বিষয়ে জানতে চান, দেখার আগ্রহ প্রকাশ করেন। আগে মান্নার ছবি মানেই ছিল হাউসফুল শো। এখন এতদিন পর মান্নার সিনেমা মুক্তি পেলে, জানি না দর্শক সেটা কীভাবে নেয়। তবে আশা করছি তাদের ভালো সাড়া পাব।’

এ সিনেমায় মান্না ছাড়া আরও অভিনয় করেছেন মৌসুমী, পপি, মিশা সওদাগর, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে যৌনপল্লীগুলোর পরিস্থিতি, যৌনকর্মীদের ভেতরকার দ্বন্দ্ব, স্বাধীনতার সময়ে কারা মুক্তিযুদ্ধের পক্ষে বা বিপক্ষে ছিল- এমন বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে ‘জীবন যন্ত্রণা’ সিনেমায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments