ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারের মেয়ে সারার আগ্রহ খেলাধুলায় নয়, গ্ল্যামার জগতই বেশি টানে তাকে। সোশ্যাল মিডিয়ায় সবসময় একটিভ থাকেন তিনি। এ মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় হট গসিপ ভারতীয় ক্রিকেট দলের স্টার ওপেনার শুভমান গিলের সঙ্গে শচীনকন্যার প্রেম সম্পর্ক।
ভালোবাসা দিবসে ফের চর্চায় সারা-শুভমান। নেপথ্যে সারার সাম্প্রতিক ইনস্টা পোস্ট। সেখানে রেড হট লুকে ধরা দিয়েছেন সারা। লাল রঙা বডিকন ড্রেস, ঢেউ খেলানো চুলে গ্ল্যামারাস সারা।
ক্যাপশনে লিখলেন— ‘আজ প্রেম দিবস’। এই পোস্ট দেখে কৌতূহলী ফ্যানদের প্রশ্ন, ‘আজকের শুভ দিনটা কার সঙ্গে কাটছে? ’ কেউ লিখল, ‘আজ তো সারার শুভদিন’।
সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে শুভমান ও সারা টেন্ডুলকার। আইপিএল চলাকালীন দুজনের প্রেমচর্চা আগুন গতিতে ছড়িয়েছিল, প্রেমে সিলমোহর এখনো দেননি তারা।
শুভমানের পরিবারের সঙ্গেও দারুণ বন্ডিং সারার। শুভমানের বোন শাহনীলের সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন সারা। শুভমান-সারা যতই লুকানোর চেষ্টা করুন না কেন, আজকাল তাদের ঘনিষ্ঠতার ছবি প্রায়ই ফাঁস হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই বন্ধুত্বের জল ভবিষ্যতে কোন দিকে গড়ায় সেটি সময় বলবে।