বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ডে-২০২৪ এ শ্রেষ্ঠ ফ্যাশন ডিজাইনারে ভূষিত হলেন আনিসুজ্জামান আনিস। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) উদ্যোগে ২৩ মে ২০২৪ ইং বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র সেমিনার হলে জমকালো আয়োজনে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ফ্যাশন ডিজাইনার হিসেবে তাকে পুরস্কার দেয়া হয়।
এ সময় আনিসুজ্জামান আনিস হাতে ফ্যাশন ডিজাইনারে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.খ.ম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি মাননীয় সংসদ সদস্য মহিউন্নিন আহমেদ। অনুষ্ঠানঠি সভাপতিত্ব করেন আলী আশরাফ আখন্দ।
আনিসুজ্জামান আনিস বলেন, অ্যাওয়ার্ড প্রাপ্তিতে সত্যিই আনন্দিত। কাজের স্বীকৃতি পেলে আসলে সবারই ভালো লাগে। ধন্যবাদ জানাই আয়োজকদের আমাকে অ্যাওয়ার্ড দেয়ার জন্য। বরাবরই আমাদের পোশাকের ডিজাইনে দেশীয় আমজকে প্রাধান্য দেই, সেই সঙ্গে প্রাধান্য থাকে আবহাওয়া ও বৈশ্বিক বিয়ষ।