এখানেই বিনোদন

হুমকি দিলো অস্ট্রেলিয়া দ্বিতীয় রাউন্ডের আগে আর্জেন্টিনাকে

কাতার বিশ্বকাপে নিজেদের চেনা রূপে ধরা দিয়েছে লিওনেল মেসিরা। গ্রুপপর্বে অভিযান শেষে এবার নকআউটের লড়াই। গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হওয়ায় বেশ ভালো অবস্থানে আছে আর্জেন্টিনা। নকআউট পর্বে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অস্ট্রেলিয়াকে।

আগামী শনিবার (৩ ডিসেম্বর) রাত ১টায় আহমেদ বিন আলী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মেসিরা। এই ম্যাচ ঘিরে বিশাল প্রস্তুতি নিয়েছে অস্ট্রেলিয়াও। শক্তি কিংবা দক্ষতায় পিছিয়ে থাকলেও মেসিদের আগাম হুমকি দিয়ে রাখছে সকারুজরা।

‘সি’ গ্রুপ থেকে এক হার ও দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে এসেছে আর্জেন্টিনা। অন্যদিকে ‘ডি’ গ্রুপ রানার্স আপ হিসেবে এসেছে অস্ট্রেলিয়া। আর্জেন্টিনার মতো অস্ট্রেলিয়াও তিন ম্যাচে দুটি জয় ও একটি হার। দীর্ঘ ১৬ বছর পর দ্বিতীয় রাউন্ডে খেলবে এশিয়ার প্রতিনিধিত্ব করা অস্ট্রেলিয়া।

শেষ ষোলোতে কোনো প্রতিপক্ষকে ভয় পাচ্ছে না অস্ট্রেলিয়া। আত্মবিশ্বাসে বলীয়ান অস্ট্রেলিয়ার মিচেল ডিউক রীতিমতো হুঙ্কার দিয়ে বলেছেন, প্রতিপক্ষ লিওনেল মেসি বা যেই হোক না কেন, প্রতিদ্বন্দ্বিতার জন্য তারা মোটেও ভীত নন।

তিনি বলেন, ‘যাকে ইচ্ছা নিয়ে আসুন, আমার মনে হচ্ছে আমরা এখনই যে কারো বিপক্ষে লড়তে পারব। এটিই আমাদের বিশ্বাস, আমরা এই মানসিকতা নিয়েই মাঠে নামি।’

ডিউক বলেন, এবার ইতিহাস গড়তে চায় তারা। সবাই আমাদের বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। আমরা গ্রুপে দ্বিতীয় হয়েছি, এটি বিশাল এবং আমাদের পথচলা এখনও শেষ হয়ে যায়নি – আমরা ইতিহাস তৈরি করতে চাই।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

85,000FansLike
285,000SubscribersSubscribe

Latest Articles