Monday, December 30, 2024
Homeবিনোদনসিনেমার নায়ক হচ্ছেন বিজয় সেতুপতির ছেলে সুরিয়া

সিনেমার নায়ক হচ্ছেন বিজয় সেতুপতির ছেলে সুরিয়া


ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির ছেলের সিনেমার নায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে। অভিনয় ক্যারিয়ারে বহু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন বিজয় সেতুপতি। এবার বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন বহুমাত্রিক এই অভিনেতার উত্তরসূরি সুরিয়া সেতুপতি।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, স্টান্ট ডিরেক্টর আনাল আরাসু ‘ফিনিক্স’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। আর এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বিজয় সেতুপতির পুত্র সুরিয়া।

শুক্রবার (২৪ নভেম্বর) চেন্নাইয়ে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির মহরত হয়। অ্যাকশন ঘরানার এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হবে আনাল আরাসুর। ব্রেভ ম্যান পিকচার্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন রাজলক্ষ্মী আরাসাকুমার।

২০১৫ সালে ‘নানুম রাওডি ধান’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় জগতে যাত্রা শুরু করেন সুরিয়া সেতুপতি। সিনেমাটিতে বাবা বিজয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সুরিয়া। এছাড়াও বর্তমানে ‘ফিনিক্স’ ছাড়াও তার হাতে রয়েছে ‘ভিদুথালাই ২’ সিনেমার কাজ। যেখানে তাকে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

প্রসঙ্গত, ২০০৩ সালে দীর্ঘ দিনের প্রেমিকা জেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় সেতুপাতি। তাদের সংসারজীবনকে সার্থক করেছে পুত্র সুরিয়া ও কন্যা শ্রীজা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments