সব ধরনের পোশাকেই মানানসই টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। হোক শাড়ি বা ওয়েস্টার্ন ড্রেস। জিনস, টপে ক্যাজুয়াল লুকেও তাকে দেখতে বেশ লাগে। প্রতিটি স্টাইলে নজরকাড়া হয়ে উঠেন তিনি।
অভিনেত্রীর যেকোনো লুক সোশ্যাল সাইটে আপলোড হওয়ামাত্র ঝড় ওঠে। ইদানীং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন নুসরাত।
সেখানে দেখা যায়, গাঢ় রঙের শাড়িতে তার গ্ল্যামার যেন উপচে পড়ছে। আর খোলা চুলে বরাবরই সুন্দর দেখায় তাকে।
সাদা পোশাকেও পরীর মতো হয়ে উঠেন তিনি। ছবিগুলো হটকেকের মতো ভাইরাল হয়েছে।
এভাবে স্টাইল স্টেটমেন্ট দিয়ে বরাবরই অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেন নুসরাত জাহান।
cialis free trial voucher
cialis free trial voucher