Tuesday, March 11, 2025
Homeবিনোদনশাকিব আসলে কার! অপু ও বুবলীর মধ্যে চলছে স্নায়ু যুদ্ধ

শাকিব আসলে কার! অপু ও বুবলীর মধ্যে চলছে স্নায়ু যুদ্ধ

আমেরিকা যাওয়ার ভিসা পেয়েছেন শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস।

মিডিয়া পাড়া : অপুর এক ঘনিষ্ট সূত্র জানায়, অপু ও জয় দুজনেই আমেরিকা যাওয়ার ভিসা পেয়েছে। তবে সেটা কী ভিসা সে সম্পর্কে জানা যায়নি। এদিকে আরও জানা যায়,

শাকিব খানের সঙ্গের অপুর যোগাযোগ কিছুটা উন্নতি হয়েছে।

অন্যদিকে বর্তমান স্ত্রী শবনম বুবলীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন ঢাকাই কিং খ্যাত নায়ক শাকিব খান। তবে সেই দাবি মানতে নারাজ এ চিত্রনায়িকা। কয়েকদিন আগে নিজের জন্মদিনে বুবলী জানান, শাকিব তাকে একটি ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন।

কিন্তু গণমাধ্যমের কাছে শাকিব খান বলেন, ‘আমি বুবলীকে কিছুই উপহার দেইনি। আর তার সঙ্গে আমার এখন কোনো সম্পর্ক নেই’

এর জবাবে বুবলী বলেন,  ‘তৃতীয় একজনের কারণে এসব বলছেন শাকিব খান। এই বিষয়ে  দ্রুতই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব। শাকিব খান আমাকে যখন বিয়ে করেন অনেক কিছু বিষয় গোপন করেছিল। আমাকে আগের বিয়ের ব্যাপারে (অপু বিশ্বাসের সঙ্গে) মিথ্যা কথা বলে বিয়েও করেছেন।’

শাকিবের দেয়া নাকফুলের ইস্যুতে বুবলী ও অপুর মধ্যে চলছে সাইবার যুদ্ধ। কেউ কাউকে খোঁচা দিতেও একবিন্দু ছাড় দিচ্ছেন না। আর তা নিয়ে তাদের ভক্তদের মধ্যে তৈরি হয়েছে দ্বিধা আর প্রশ্ন। এদিকে পুরো বিষয় নিয়ে নেটিজেনরা করছেন নানা মন্তব্য।  কেউ কেউ বলছেন, ‘শাকিব খান হয়তো এই সময় অপুকে প্রাধান্য দিচ্ছেন। যা হয়তো মেনে নিতে পারছেন বুবলী।’

এই সম্ভাবনা উড়িয়ে দিয়ে শাকিব খান বলেন, ‘আব্রাম খান জয়ের বাবা যেমন আমি শাকিব খান, তেমনি মা হচ্ছেন অপু বিশ্বাস। বাবা হিসেবে সন্তানের সঙ্গে আমার দেখা হয়। জয় মাঝেমধ্যে আমার সঙ্গে থাকে। ওর দাদা-দাদির সঙ্গে থাকে। জয় যেহেতু ছোট, একা আসতে পারে না, তাই জয়কে আনার সুবাদে তার মা আসে। কিন্তু আমাদের মধ্যে সন্তানের বিষয়ের বাইরে আর কোনো কথা হয় না।’

সব হিসেব মিলিয়ে নেটিজেন ও ভক্তদের মনে নতুন প্রশ্নের উদায় হয়েছে, শাকিব খান আসলে এখন কার সঙ্গে সম্পর্কে আছেন।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments