শোবিজের জনপ্রিয় মুখ কুসুম শিকদার। গান দিয়ে ক্যারিয়ার শুরু করলেও নিজেকে অভিনয়শিল্পী হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। আগের মতো খুব একটা পর্দায় দেখা না গেলেও এবার নতুন পরিচয়ে ফিরছেন এই তারকা।
‘শরতের জবা’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন কুসুম। ভৌতিক ও অতিপ্রাকৃত ঘরানার এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয় ও প্রযোজনাও করেছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে দৃশ্যধারণের কাজও শেষ করেছেন। বর্তমানে ‘শরতের জবা’ সিনেমাটি নিয়েই ব্যস্ত সময় পার করছেন কুসুম।
জানা গেছে, অভিনেত্রীর লেখা ‘অজাগতিক ছায়া’ গল্পগ্রন্থ থেকে ‘শরতের জবা’র চিত্রনাট্য লিখেছেন কুসুম নিজেই। তার দাদাবাড়ি নড়াইলের পহরডাঙ্গা গ্রামে দৃশ্যধারণের কাজ হয়েছে সিনেমাটির।
‘শরতের জবা’ সিনেমায় কুসুমের বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। আগামী বছরের শুরুতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন তিনি।
প্রসঙ্গত, ছোট পর্দার পাশাপাশি ‘গহীনে শব্দ’, ‘লাল টিপ’, ‘শঙ্খচিল’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন কুসুম।