এখানেই বিনোদন

মমিন সরকার নির্মাণ করলেন ‘ফরেন বউ’

আব্দুল আজিমের রচনায় এবং মমিন সরকারের পরিচালনায় সম্প্রতি নির্মিত হয় ‘ফরেন বউ’ নাটকটি। নাটকটিতে অভিনয় করেছেন আ.খ.ম হাসান, জেবা জান্নাত, রিমু রোজা খন্দকার, হানিফ পালোয়ান, সিদ্দিক, আব্দুল আজিম, প্রমুখ।  

গল্পে দেখা যায়- মানুষ যত বড়ই হোক না কেন, সে কখনো তার অতীত ভুলতে পারে না। তাই তো নাড়ির টানে বিদেশ থেকে দেশে আসে এঞ্জেলিনা। কথাবার্তা হাব-ভাব দেখে ভালো লেগে যায় গ্রামের ছেলে সোলাইমানকে। সোলাইমানের সাথে এঞ্জেলিনার প্রেমের সম্পর্ক শোনে বন্ধুরা বেশ খুশি হয়। পক্ষান্তরে, এঞ্জেলিনার দিকে কুনজর পড়ে গ্রামের চেয়ারম্যানের।

এঞ্জেলিনার বাবা-মা রোড এক্সিডেন্টে মারা যায়। বাবা-মা’র কথা মনে হলে চোখের জলে অশ্রু চলে আসে। শান্তনা দেয় সোলাইমান। সেও স্বপ্ন দেখে এঞ্জেলিনাকে বিয়ে করে বিদেশে যাওয়ার। মুদি দোকানদার এঞ্জেলিনাকে নিয়ে একের পর এক স্বপ্ন দেখে। তার স্বপ্ন এঞ্জেলিনাকে বিয়ে করে বিদেশে গিয়ে মুদির দোকান দিবে। এঞ্জেলিনা সত্যি কাকে বিয়ে করবে সেটা সে বুঝতে পারে না। কারণ গ্রামে প্রায় সব ছেলেরা তাকে বিয়ে করে বিদেশ যেতে চায়।

এক সময় চেয়ারম্যানের মুখোশ খুলে দেয় সোলাইমান। সবার সামনে তার আসল চরিত্র ফুটে উঠে। গ্রামের মানুষ ভন্ড প্রতারকের উপর ক্ষিপ্ত হয়ে উত্তম মধ্যম দেয়। বিভিন্ন নাটকীয় ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘ফরেন বউ’ গল্পের প্রতিটি চরিত্র। 

পরিচালক মমিন সরকার ও জেবা জান্নাত

পরিচালক মমিন সরকার বলেন, ‘গল্পটি খুবই চমৎকার, পারিবারিক একটি গল্প। খুব যত্ন নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। ভালো গল্প পেলে কাজ করতেও ভালো লাগে। পরিবার-সমাজকেন্দ্রিক গল্পনির্ভর নাটকটি সব শ্রেণির দর্শকের ভালো লাগবে বলে আমি আশাবাদী।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

85,000FansLike
285,000SubscribersSubscribe

Latest Articles