এখানেই বিনোদন

ট্র্যাব অ্যাওয়ার্ড-এ শ্রেষ্ঠ অভিনেতা ফরিদ হোসাইন

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ড-২০২৪-এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভূষিত হলেন অভিনেতা ফরিদ হোসাইন।

‘২৫তম ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৪’ উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় নাটক ‘জিম্মাদার’-এ অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে এই অনন্য পুরস্কার পান ফরিদ হোসাইন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মার্গুব মোর্শেদ, সাবেক তথ্য সচিব, বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, বিচারপতি- বাংলাদেশ সুপ্রীমকোর্ট, ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও বিশ্বসেরা কবি, কামরুল হাসান দর্পণ, সভাপতি- বাচসাস, শফিকুর রহমান, চেয়ারম্যান- বিবিএন নিউজ-সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ফরিদ হোসাইনের হাতে পুরস্কার তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, সৈয়দ মার্গুব মোর্শেদ ও মীর হাসমত আলী  

সম্মাননা প্রসঙ্গে অভিনেতা ফরিদ হোসাইন উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘যেকোনো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে করে কাজের প্রতি ভালোবাসা, ভালো লাগা ও দায়বদ্ধতা বেড়ে যায়। কোনো নির্দিষ্ট গতিতে নিজেকে আটকে আর রাখতে চাই না। সব সময় দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। বৈচিত্র্য আছে এমন গল্পে কাজ করতে চাই।’

ফরিদ হোসাইন অভিনিত উল্লেখযোগ্য নাটকগুলো হলো-  প্রডিউসার, কালো জামাই, ট্রাফিক সিগন্যাল, পাগলের মেলা,  মি. পারফিউম, দজ্জাল বৌ, ভাঙ্গন, বিয়াইসাব, মনের মতো বৌ চাই, মূর্খ জামাই, চোট পার্টি, ঘরজামাই পরজামাই, মায়ের ইচ্ছা, জিম্মাদার, সুদখোর, অন্ডার মেট্রিক বেয়াদব, নানা বাড়িতে ঈদ, ভাড়াটে জামাই, বরিশাইল্যা বাটপার, মহল্লার জামাই, গুরু, বিশ্ব বাটপার, আইনের মারপ্যাচ, বন্ধু তুমি আমার, অস্থির ডাইরেক্টার ইত্যাদি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

85,000FansLike
285,000SubscribersSubscribe

Latest Articles