২০২৩ শেষ। নতুন বছরে অপু বিশ্বাস তার ‘অপু-জয় প্রোডাকশন হাউস’ থেকে নতুন একাধিক সিনেমা নির্মাণ করার পরিকল্পনা রয়েছে বলে জানান।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘এর বাইরে আমি একটু অন্যদিকে ফোকাস দিতে চাই। নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি। পুরোনো ব্যবসা তো আছেই। নতুন বছরে মূল ফোকাসটাই থাকবে সেদিকে।’
নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্কে জানতে চাইলে অপু বলেন, ‘এটি এখনই বলা যাবে না। সব কিছু চূড়ান্ত করার পরই জানাব। আর এ ঘোষণা খুব শিগগিরই আসবে।’
buy cialis with american express
buy cialis with american express