নতুন বছর শুরু। সবার মতো ঢালিউড তারকাদেরও আছে বছরজুড়ে নানা পরিকল্পনা। তবে পূজা চেরির বিষয়টা একটু ভিন্ন। চারপাশে টকটকে লাল গোলাপ। মেঝেতেও গোলাপের সমাহার। মাঝে লাল রঙের লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছেন চিত্রনায়িকা পূজা। নতুন বছর শুরুর প্রথম প্রহরে এমন ছবি ফেসবুক পোস্ট করেই দর্শক ও ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এই নায়িকা। ক্যাপশনে সবার সুস্থতা ও ভালো থাকার আশীর্বাদও করেছেন।
শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে পা রাখলেও অল্প দিনেই সেই খোলস ভেঙে বেরিয়ে আসেন। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। শাহীন সুমন পরিচালিত এ সিনেমা ২০১২ সালে মুক্তি পায়। ২০১৮ সালে ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বেশ কয়েকটি সিনেমা মুক্তি পায়। এক সাক্ষাৎকারে পূজা জানান, বছর নতুন হলেও কাজ কিন্তু একই।
পূজা চেরি বলেন, ‘সবে তো নতুন বছরে পা দিলাম। বছর নতুন হলেও আমাদের কাজ কিন্তু একই। সিনেমা নিয়েই থাকতে হবে। এ বছর আমার বেশ কিছু প্রজেক্ট মুক্তির অপেক্ষায় আছে। সেগুলো নিয়ে থাকব। পাশাপাশি যুক্ত হব নতুন কিছু ভালো ভালো কাজে। আপাতত চাইছি নির্বাচনটা ভালোয় ভালোয় হয়ে যাক। এরপরই নতুন কিছু কাজের খবর পাবেন।’
গত বছর পূজা চেরি অভিনীত ‘জ্বীন’ নামে একটি মাত্র সিনেমা মুক্তি পেয়েছে। ব্যবসাও করেছে। বাকি বছর শুটিং করেই কাটিয়েছেন এই নায়িকা। সেই শুটিং করা কাজগুলোই এ বছর মুক্তি পাবে। এর মধ্যে রয়েছে ‘নাকফুল’ ও ‘লিপস্টিক’। শুটিং বাকি রয়েছে ‘মাসুদ রানা’ সিনেমাটিরও। এ বছর এই সিনেমাটির কাজ শেষ হবে বলেই আশাবাদ ব্যক্ত করলেন নায়িকা।
tadalafil tablets 20 mg side effects
tadalafil tablets 20 mg side effects