বান্দরবানে শুটিংয়ের সময় সাপের কামড়ে আহত ওমর সানী বর্তমানে শঙ্কামুক্ত। সুস্থ হয়ে আবার শুটিংয়ে ফিরেছেন এই অভিনেতা। ‘ডেড বডি’ সিনেমার শুটিংয়ে বান্দরবান গিয়ে সাপের কামড়ে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক এমডি ইকবাল।
পরিচালক জানান, রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় আমরা শুটিং করছিলাম। হঠাৎ একটি সাপ কামড়ে দেয় ওমর সানীকে। দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি বলেন, বর্তমানে শঙ্কামুক্ত ওমর সানী। সুস্থভাবে আবার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
‘ডেড বডি’ সিনেমায় ভিন্ন এক চরিত্রে অভিনয় করছেন ওমর সানী। যেখানে দর্শকরা তাকে নতুন রূপে দেখতে পাবেন। এ সিনেমায় আরও অভিনয় করছেন- শ্যামল মাওলা, রোশান, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান, কলকাতার অন্বেষা রায় এনি। ঢাকায় সিনেমাটির শুটিং শেষে বর্তমানে বান্দরবানে শুটিং চলছে।