চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। মূলত একটি কর্মশালায় অংশ নিতেই তিনি ঢাকায় আসছেন ।
আজ (৫ নভেম্বর) এক ফেসবুক পোস্টে ঢাকা আসার বিষয়টি নিজেই জানিয়েছেন কবীর সুমন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, চার দিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য আজ ঢাকা যাচ্ছি।
এর আগে ২০২২ সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন কবীর সুমন। তার প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশ হয় ১৯৯২ সালে। মূলত এই অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ হয় ২০২২ সালে।
আর এই উপলক্ষে ঢাকায় ‘তোমাকে চাই’র ৩০ বছর উদযাপন’ শিরোনামে গানের অনুষ্ঠানে অংশ নেন এই গায়ক।
তখন মঞ্চে সুমন বলেছিলেন, আমি ভারতের নাগরিক। আমার মাতৃভাষা বাংলা, যেটি এ দেশের রাষ্ট্রভাষা। এর চেয়ে গর্বের কিছু হতে পারে না। প্রথম বাংলাদেশে গান করতে এসেছিলাম মুক্তিযুদ্ধ জাদুঘরে। তখন আমার ৪৭ বছর বয়স।