সময়ের আলোচিত নায়িকা যাকে বলা হয় ‘ঢালিউড কুইন’ তিনি হলেন অপু বিশ্বাস যিনি ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খানকে ভালোবেসে বিয়ে করেন। বর্তমানে সিঙ্গেল মাদার এই নায়িকা। আপাতত বিয়ে নিয়ে ভাবছেন না বলেও জানান তিনি। শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রেম নিয়ে রহস্যময় একটি স্টোরি দিয়েছেন অপু। যেখানে তিনি লিখেছেন- জন্ম, মৃত্যু ও বিয়েসহ সব আল্লাহর হাতে। মাঝখানে প্রেমটা শুধু শয়তানের হাতে। হঠাৎ কেনো এমন স্টোরি দিলেন নিজের ফেসবুকে, এমন প্রশ্ন নেটিজেনদের মনে। এদিন সকালে নিজের কিছু ছবিও ফেসবুকে প্রকাশ করেন এই ‘ঢালিউড কুইন’। যার ক্যাপশনে তিনি লেখেন, আজকের সকালটা অনেক সুন্দর। দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, বিশ্বাস। আসলেই মানুষের জীবন সুন্দর। অন্যদিকে, শনিবার সকাল থেকেই চিত্রনায়িকা বুবলী বেশ আলোচনার মুখে পড়েছেন। যাকে নিয়ে ফেসবুকে একটি পোস্টও ভাইরাল হয়েছে। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণে বিতর্কের মুখে পড়তে হয়েছে এই নায়িকাকে। যদিও হ্যাক হওয়ার বিষয়টি পরে জানা গেছে।